QUOTES ON #৭০

#৭০ quotes

Trending | Latest

আজও মম হৃদয়ে তব ছাপ..
শীতল বক্ষে তব তাপ..
সকল ভাবনা তোমার লাগি...
শত বেদনাতেও আছে জাগি..
তব রূপে মুগ্ধ আঁখি..
অনেক কথা শোনানো বাকি..
হৃদয় মম তোমাতে ডরে..
মনও বদ্ধ তব তরে..
তব বদনে মিষ্ঠ হাস্য..
দেখিয়া স্থমিত মম ভাস্য..
তোমার হৃদয়ে জমেছে ধুলো..
তাই ভুলিয়াছো স্মৃতি গুলো..
তথাপি মম দুনয়নে তব ছবি..
তোমার জন্য আজ আমি ভ্রান্ত কবি..

-


5 JUN 2020 AT 21:43

যেদিন দেখা হবে মনের মতো সাজিস
মায়াভরা দুচোখে পর্দা না টানিস
যেদিন দেখা হবে নীল শার্ট পড়িস
কাজলকান্তি রূপে বিনা আড়ম্বরে আসিস
যেদিন দেখা হবে একটু এলোমেলো থাকিস
মনের মতো গুছিয়ে নেবো সময়টুকু দিস
যেদিন দেখা হবে দুচোখ ভরে দেখতে দিস
আমায় ঠিক তোর মনের মতো করে নিস
যেদিন দেখা হবে আমায় কাছে টেনে নিস
ভালোবাসায় ভরিয়ে দেবো তোর জীবন দেখিস

✍️ মুন্নী

-