তোর ছোঁয়াটা চার ইঞ্চির ব্যবধান পাড় করতে পারলে বুঝতিস হৃদস্পন্দন কতটা দ্রুত ছিল...
মুন্নী-
5 JUN 2020 AT 13:54
13 NOV 2018 AT 22:28
ছক বাঁধা জীবন থেকে খুশি গেছে হারিয়ে..
স্মৃতিরা রাতবিরেতে বেড়ায় আমায় তাড়িয়ে..
কতদিন গল্প করিনা আমরা যখন পড়া হয় ছুটি...
এখন আর হয় না আমাদের খুনসুটি...
চলার পথে আর দেখিনা তোরে..
ওই পিচ বাঁধানো চৌরাস্তার মোড়ে..
এই তো শেষ কদিন তোর দূরভাষা যন্ত্রটাও নেই..
সকাল সন্ধ্যায় বন্ধ বলে কল করলেই..
কেন হঠাৎ বদলে গেলি সব করে ছিন্ন..
তোর খবর না পেলে হই আমি জরাজীর্ণ..
সব জেনে বেড়াস তুই ফাঁকি দিয়ে..
হাসিখুশি এই আমারে দেবদাস বানিয়ে...
এত দিন ভালো ছিলাম তুই ভালো আছিস জেনে..
এখন তোর খারাপ থাকা কি করে নেবো মেনে..
এখন এদিক ওদিক তোরে খুঁজিফিরি রোজ..
দুঃখের কারন শুনবো তোর তাই করছি খোঁজ...
দুঃখ তোর ভুলিয়ে দেব,রাখবো বাহুদোলে..
তোর ভালোর জন্য তো বটেই সাথে আমিও ভালো থাকবো বলে..
কারন তুই ভালো থাকলেই আমি ভালো থাকি...
নিজেই নিজের রানির আসনে তোরে বসিয়ে রাখি..-