তুমি আছো কয়েক শহর পরে
আমিতো এই ঘরের ভিতরে
দেখা হয়নি কয়েক জনম ধরে
একটা চিঠি ফুঁপিয়ে কান্না করে
ভেসে ওঠো মুঠোফোনের ক্যানভাস জুড়ে
স্পর্শগুলো বারবার আবদার জোরে
চোখের রেটিনাটা বেইমানি করে
তোমার গন্ধগুলো বাক্যবন্ধী করে
দেখা হবে কুয়াশা মুক্ত নতুন ভোরে-
31 MAY 2020 AT 9:54
11 NOV 2018 AT 18:51
তোমার মুখে মুচকি হাসি আমার মনে আশা...
কখন যেন উঠল জেগে পুরানো ভালোবাসা...-