QUOTES ON #হ্যাঁ

#হ্যাঁ quotes

Trending | Latest
5 SEP 2020 AT 2:52

#হ্যাঁ আমি খারাপ ।
#সময় কথা বলে !

"জীবনের একটা সময় এসে বুঝতে পারবে,মুদ্রি অর্থাৎ ইম্প্রেস করার রোগটা তোমার একেবারে স্পিরিটের মতন ঊবে গেছে আর তখন, সময় তোমায় বলে দেবে সব গল্পে ভালো হওয়া যায় না । সময়ের সঙ্গে চলতে চলতে একজন ইম্যাচিওর গাধা থেকে তুমি বিশাল ম্যাচিওর অকাল পক্ক না হলেও তুমি এটুকু বুঝে যাবে, তুমি একজন লড়াকু মানসিকতায় পরিণত হয়েছ । যেখানে লড়াইটা গত তুমির থেকে আগামী তুমির সাথেই,মডিফিকেশনের --জীবনে কিছু করতেই হবের তাগিদে। কোনো বস্তু বা ব্যক্তি বিশিষ্ট নয়!"

(ক্যাপশনে গোটা লেখাগুলো, অনেকটাই বড়,শিক্ষক দিবস স্পেশ্যাল উপহার । ধৈর্য ধরে পড়বেন, না পড়ে লাইক দেবেন না প্লিজ😊🙏💓)

-


10 DEC 2020 AT 0:19

যখন তোমায় প্রথম দেখেছি তোমার প্রেমে পড়েছি
যখন তোমায় জেনেছি ,
'ভালোবেসেছি'

-


25 JUN AT 18:20

----------- 🍂

আমার শেকড়ের শেকলে বন্দী... মনের খাঁচাটা, দেহটা যদিও দূর....
সেই মৃত্তিকার গন্ধ গায়ে গায়ে, কন্ঠে দেশের সুর ! আমার কন্ঠে দেশের সুর....
গোটা পৃথিবীর ভীড়ের এই একলা আমিটার... ভেতরে ভাঙচুর !!

-


16 MAY AT 19:27

কথা রেখো
            --------🤍🩶

উড়ে উড়ে যায় যদিও মেঘ !
পিছু ফিরে চায় সে আবারও...
যা ছিল ভালো অল্প-অধেক
তা ভেবে তুমিও সুখী হতে পারো...

আমিও তো সময় ছুঁতে পারি !
কথা দেওয়া হাজারো শপথে...
আমি যদি হ‌ই কারো প্রিয় নারী
সে আসুক, হাত রেখে এ-হাতে...

কথা কী কেবল ঠুনকো কাগজেই ?
দুদিনের বাড়ি-ঘর নির্ঘুম,
চেয়ে থাকে রাতদিন তোমাতেই...
রঙহীন গোটা গোটা মৌসুম !

কথা রেখো, কথা রেখো,, ব্যথা সয়ে
আড়ালে ডুবে যাক, হাহাকার...
ভুলচুক মুছে গেলে ক্ষমা হয়ে,
মমতার খুঁটি হোক সংসার ! এই সংসার...

-


30 MAY AT 15:27

কদম ফুলের মন খারাপ
""""""""""""""""""""""""""""""""""""""
রোদের কোলে বৃষ্টি বিকেল, হঠাৎ সুখের কাঠগোলাপ
আমার বুকে শ্রাবণ‌ ছুঁলেই, কদম ফুলের মন খারাপ !
আমার চোখে শতেক শ্রাবণ, আষাঢ় মাসের দুঃখবোধ
জল জোছনার মায়া কাব্যে, সূক্ষ্ম সুখের অনুরোধ...
ভাবনাগুলো এমনই যেন, ওপাশ ফেরা মিথ্যে ঘুম 
স্বপ্নবিহীন বন্ধ চোখের, অথৈ জলের মরশুম !

চায়নি কেউ তবু সঙ্গী হতে, ‌নেই তো কোথাও অপেক্ষায়...
নেই তো আমার সুখে-দুখে, নেই তো এই অবেলায় ।
হ্যাঁ, চায়নি কেউ বন্ধু হতে, এই অপেক্ষাটুকুর‌ই জনম ভুখ
কী জানি কী খুঁজে খুঁজেই,‌ কপাল পোড়ায় চন্দ্রমুখ।
ঝিমিয়েই চলে ক্লান্ত সময়, মেঘলা মনে অনুরাগ
আগলে নিলেই বৃষ্টিবিলাস, ভাবনা উপোস হতবাক !

কী আছে আর কী যেন নেই, মন যে আমার কী কী চায়...
বৃষ্টি মাথায় দিনের শুরু,  রাত্রি কাঁদে স্বেচ্ছায় !
হঠাৎ খুশির খবর নিয়ে, আসবে কী কখনও নতুন ভোর ?
আসবে কী কেউ আমার হয়ে, আছে কী কেউ হৃদয় চোর ?
ঘন মেঘের আঁচল ঘিরে, ফোঁটা ফোঁটা অশ্রুদাগ...
নাম দিয়েছি আজ... এই অনুভূতির, শ্রাবণ শ্রাবণ অনুরাগ ।।

-


14 MAY AT 18:33

স্মৃতি
~~~~~~~🍂
স্পষ্ট চোখে কাছে টানি, হৃদয়ে গাঁথা আছে কত নাম...
না মোছা স্মৃতির, এই অনুভূতির, কোটি টাকা দাম ;
প্রাণের গানের, বুকের বামের, অবাক শিরোনাম !!

-


22 APR AT 16:45

আড়াল অশ্রু
-------🍂
আমি কী তবে পথের কাঁটা, ফুটে থাকা ক্ষতের চিহ্ন ?
ছেঁড়া ছেঁড়া বাঁধনের আলগা সুতোয় হেরে যাওয়া কোনো সৈন্য !
আমার কী তবে হারিয়েছে সবই ? একে একে যা যা ছিল...
যা কিছু ছিল অমূল্য আপন, যা ছিল এ-মনের আলো ।

অবশ হাতে তবুও ঠিকানা লিখে যাই, চিঠির কোণে কোণে...
ভুলের গল্পে... ফুলের মালা, রেখে দেবো সযতনে।
যা কিছু হারায়, এই মায়ার সংসারের... যা কিছু গোপন-আপন ;
থেকে যাবে এভাবেই আড়াল অশ্রুতে, গোটা একটা জীবন ।

-


19 APR AT 19:28

অলস সুখ
----------🍂
ছুটি ছিল না, সেই ছুটির পরে
ছুটির ঘন্টা বাজেনি আর,,
রুটি রুজিতে বাঁধা পড়ে গেছে,
যাপনের শিকলে বাঁধা আমার রুগ্ন দ্বার !

ক্লান্তির ছাপ এ-কোণে ও-কোণে
হাঁপিয়ে উঠছে আমার ঘরদোর...
দৃষ্টি ছুটছে ঐ সুদূর পানে
পলক জুড়ে কেবল ছুটির ঘোর !

ছুটি নেই কোথাও, আমার ছুটোছুটি নেই
উপোস মনেই দিন কাটাই...
উনুনের আঁচে ভাবনা সেঁকে
অলস সুখের সাধ মেটাই...
হ্যাঁ,, আমি অলস সুখের সাধ মেটাই !!

-


18 MAR AT 5:14

ছায়াসুখে আর কাজল মাখি না চোখে, দুপুর কিংবা সন্ধ্যায়
তুমি একমুঠো সোহাগ এনে দি‌ও শুধু,,, সতেজ রজনীগন্ধায় !
তুমি আঁধার ফুঁড়ে উড়ে আসা শুভ্র পায়রা যেন , আকাশ ফোটা এক নক্ষত্র ;
আমি দিগন্তে নেমে আসা ভোরের ভুবন, হ্যাঁ..তোমার‌ই একমাত্র !

-


5 APR AT 15:41

ইচ্ছে আহামরি
-----------🥀
আজকাল আর সময় দেখা হয় না,
শুধুই এ-বেলার ও-বেলার সুঘ্রাণ...
কান পাতলেই শোনা যায় রোদ-বৃষ্টির কোলাহল,
নয়তো তাদের অভিমান।

এখন নিশ্চিন্তে ভাবনাবিলাস,
বিন্দাস বসবাস ঘরের নীরব কোণে_
একাকী জীবন সাজাই শূন্য থেকে
নকশা গাঁথি মনে মনে...

এখন সত্যিই আর সময় দেখা হয় না,
আমার সময় গেছে বাবারবাড়ি,
আমি স্বেচ্ছায় নিয়েছি বন্দি জীবন...
এই ইচ্ছে আহামরি !
আমার এই ইচ্ছে আহামরি !!

-