QUOTES ON #শুভ_বিকেল

#শুভ_বিকেল quotes

Trending | Latest
13 JAN 2022 AT 17:08

মায়াতে বাঁধলে যাকে, সেই চিনিয়েছে ক্ষত

মানুষ জোড়াতে বেপাত্তা, বিচ্ছেদে বিখ্যাত।

-


8 MAR AT 17:14

মাঝে মাঝে ধুলো উড়িয়ে,
কোথায় চলে যাও?
সে ধুলো যে ঝড় আনে,
একটুও কি আভাস পাও?
আবার সেই ধুলো ঝেড়ে,
নিজেকে আয়নায় দেখি।
এ কেমন পরীক্ষা তোমার?
আমায় বোঝোনা কি ?
-অমৃতা মৈত্র হালদার

-


6 AUG 2019 AT 17:27

শুভ_বিকেল
খুশ_খবর

ঝগড়া করে দুই পুরুষ।
গাল দেয় মা_বোনেদের হারালে হুঁশ।।

-


1 AUG 2019 AT 15:46

#শুভ_বিকেল

ধীরে ধীরে দাও চুমুক।
একটু একটু জীবন কমুক।।
💯✔

-


24 JUL 2019 AT 18:44

#শুভ_বিকেল
#সখি_ভাবনা_কাহারে_বলে
#সখি_ভালবাসা_কারে_কয়
#কোনও_এক_গাঁয়ের_বধু

কোলে মাথা রাখলাম যেই;
উকুন খঁজতে শুরু করলো সেই।

-