QUOTES ON #ম্যাচুরিটি

#ম্যাচুরিটি quotes

Trending | Latest
13 DEC 2021 AT 8:39

"ম্যাচুরিটি" ঠিক কি?
আদেও কি পূর্ণতা,নাকি জাগ্রত এক অবসাদ,,
নাকি একাকিত্ব কে আপন করার তীব্র প্রচেষ্টা.!!

"ম্যাচুরিটি" বয়সের পূর্বেই গ্রাস করে কিছু মধ্যবিত্ত সন্তান দের, ঘণ্টা বাজায় প্রহর,,
ইচ্ছের পরেও হেরে যায় কেও, পরিপক্কতা হয় জর্জর.!!

ওই ছেলেটাও ছিল ব্রিলিয়ান্ট, জ্ঞানের ভাণ্ডারও অধিক,,
টাকার দায়ে অভাব কুরই সে, পড়াশুনো ভার বড্ডো কঠিন.!!

একটা মেয়েও অবসাদ ভোগে "ম্যাচুরিটি" করে রপ্ত,,
নিজের পায়ে নিজের লড়াই বোঝে,সবই বাস্তবিক শব্দ.!!

বুঝলেন মশাই "ম্যাচুরিটি" কোনো কাব্য কথা নয়, লিখলেই যার অন্ত,,
"ম্যাচুরিটি" এক স্তব্ধ পরিণয়, যার নেই বিশেষ কোনো অর্থ.!!
তবে অবসাদ ভোগ বড়ো দুষ্কর, বড়ো তার যন্ত্রণা,,
মধ্যবিত্ত পরিবার বেশি ভোগে আজ, পায়না কোথাও সান্তনা.!!

-


25 APR 2024 AT 13:12

কিছু পিঁপড়ে খাবার অন্বেষণ করতে গিয়ে মিষ্টির খোঁজ পেলে তাতে এতোটাই আত্মহারা হয়ে পড়ে যে প্রয়োজনীয়তা ও বিলাসিতার মধ্যে পার্থক্য বুঝতে না পেরে কখন যে ঐ মিষ্টির রসে তার হাত পা আটকে যায় আর মৃত্যু হয় তা সে নিজেই বুঝে উঠতে পারে না বা যে সময় বোঝে তখন আর উপায় থাকে না। তাই সময় থাকতে সবটা বুঝে ওঠার নাম ই ম্যাচুরিটি😊।

-


15 MAY 2020 AT 14:03

বয়স নয় পরিস্থিতি মানুষকে ম্যাচুরিটি এনে দেয়…!!

-


5 SEP 2021 AT 2:42

দায়িত্ব বাড়ছে বয়সের সাথে "পালন করাটাই রীতি",
কান্না লুকিয়ে হাসতে জানার নামই "ম্যাচুরিটি"।।

-


6 JAN 2018 AT 22:12

"পূর্ণতা":

আমার প্রাক্তন
থাকুক সুখে,
আর বর্তমান থাক
আজীবন বুকে।

-