QUOTES ON #মাস্টারমশাই

#মাস্টারমশাই quotes

Trending | Latest

*-মাস্টারমশাই-*
পথের ভিড় ঠেলি নয়ন সম্মুখে
আসিলেন কেহ যেন মোর তল্লাশে ll
সহসা শিহরি উঠি কাঁপিল গাত্র
কাঁপিয়া কহিনু আমি কে তুমি পাত্র?
নিদারুন ক্রুদ্ধে বাবু হাঁকিলেন জোরে
বাহিরে রয়েছি তোর সদা মনের ঘরে ll
মস্তকে পড়িল এক হস্তকের বার
সত্বর বুঝিলাম আমি মোর মাস্টার ll
👇👇👇👇👇👇👇👇👇👇👇

-



*বধির মাস্টারমশাই ও ছাত্রের সাক্ষাৎকার*
------------------------------------------------------
#মাস্টারমশাই হাতে এক ডাবর তেল নিয়ে নিবাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, হঠাৎ রাস্তায় ছাত্রের সহিত সাক্ষাৎ ---
ছাত্র - স্যার এত তেল নিয়ে কোথায় যাচ্ছেন?
মাস্টারমশাই - এত বেলগাছ থাকতে থাকতে তুই বেল খুঁজছিস, যা না যা স্কুলের পিছনে কত পাবি l
#স্কুল ক্যাম্পাসে অনেক নারকেলগাছ আবাসিকরা যথারীতি ডাপ চুরি করে খায় ও পাশের একটা জঙ্গলে সেগুলি গোপন করে রাখে, শিক্ষক ঘনিষ্ট এক ছাত্র বিকেলে খেলার বল খুঁজতে গিয়ে সেগুলো তার দৃষ্টিগোচর হয় l
তৎক্ষণাৎ -----
ছাত্র - স্যার জানেন ওই জঙ্গলে কত ডাপ !
মাস্টারমশাই - দ্রুত এক মস্ত লাঠি নিয়ে, অনেক সাপ, চল দেখি l
#এক তাপসীলি ছাত্রকে স্টাইফেন পাইয়ে দেওয়ার ব্যাপারে শিক্ষকমহাশয় যথেষ্ট সাহায্য করেছিলেন l তাই উক্ত ছাত্রটি কৃতজ্ঞতা জানাতে শিক্ষকমহাশয়ের নিটক উপস্থিত, ঠিক সেই সময় মাস্টারমশাই পরনে ভিজে গামছা পুকুর থেকে স্নান সেরে উঠছেন ----
ছাত্র --- স্যার আপনার মনটা ভীষণ বড়ো,
আপনাকে আমার শতকোটি প্রণাম l
মাস্টারমশাই --- তার পর থেকে পুকুরে স্নান করা বন্ধ করে দিয়েছেন l😜😜

-


15 JUL 2020 AT 21:02

#মাষ্টারমশাই ~Avik Koley©

প্রায় দেড় বছর পর সম্পূর্ণ লক ডাউন ওঠার পর নির্মল বাবু রাতে শ্রী কে টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিলেন সাইকেলে।... শ্রী-র বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে আসতেই শুনতে পেলেন একটা গোঙানির শব্দ। নির্মল বাবু একচিত্তে কর্ণপাত করে এগিয়ে চললেন সেই শব্দটির দিকে। ©Avik ... বুঝতে পারলেন সামনের ঝোপ থেকে টানা টানা স্বরে কেউ যেনো তাকেই ডাকছে...

—মাষ্টারমশাই...মাষ্টারমশাই...মাস্টারমশাই ...©Avik

নির্মল বাবু চমকে উঠলেন। ...প্রায় ত্রিশ বছর আগের সেই চেনা কণ্ঠটি হঠাৎ শুনে। ... এক শীতের রাতে এই জঙ্গলের মধ্যেই বছর তেরোর মেয়ে শ্রাবণী কে একদল যুবক ধর্ষণ করার পর, কি ভয়ানক ভাবে দেহ টাকে ছিন্ন ভিন্ন করে খুন করে এই জঙ্গলেই ফেলে রেখে গিয়েছিল।...কয়েক মাস তদন্ত করেছিল পুলিশ। কিন্তু খুনিদের কোনো সন্ধান পাইনি পুলিশ।... শ্রাবণীর খুনিরা আজও শাস্তি পাইনি আইনের হাতে...। ©Avik koley

আবার সেই কণ্ঠে – মাস্টারমশাই... মাস্টারমশাই ... মাষ্টারমশাই...

নির্মল বাবুর বুক কেঁপে উঠল।...
মনে মনে ভাবলেন, শ্রাবণীর আত্মা হয়তো এখনো খুনিদের শাস্তির অপেক্ষায়!... খুনিরা শাস্তি পেলেই শ্রাবণীর আত্মা শান্তি পাবে!... (~আসছে✍️...)

-


7 OCT 2020 AT 9:32

আচমকা খোকা বলে ডাকলে।
বেশ ছিলাম মাস্টার হয়ে বসে,
বেরসিকের মতো ঘুমটা ভাঙালে এসে।
এবার বাজারের আগ্নেয়গিরিতে,
মাস্ক এঁটে হবে দৌড় দিতে।
চাকরি বাঁচানোর চেষ্টা প্রাণের ঝুঁকি,
মোটরের রেস প্রত্যহ ভোরে উঠি।
একটু স্বপ্ন ছুটির দিন সকালে,
সেই ঘুমটা ভাঙালে?

-


1 MAY 2021 AT 1:39

ও মাস্টার !
তুমি খাও কেন ?
আধ পেটা খেয়ে
ওই সমাজসেবীকে দাওনা কেন?
মানছি আমি ভীরু ,
ভয় পাই শক্তিশালিকে ,
তুমি সফ্ট টার্গেট
তাই প্রশ্ন করেছি তোমাকে ।

স্কুল বন্ধ তোমার ,
বেতন নিচ্ছো ?
লজ্জা করেনা ?
কিন্তু মিটিং মিছিলে
ছড়ালে করোনা
নিশ্চুপ আমি ।
ওদের সাথে ?
সাহসে কুলায়না ।

সরকারকে প্রশ্ন করবো ?
কোথায় গেল ভ্যাকসিন ?
অক্সিজেন নেই কেন ?
ধুর , তার চেয়ে মাস্টারকেই বলি
তুমি বেতন নিচ্ছ কেন ?

কি বলবো ?
কেন হচ্ছে
ওষুধ , অক্সিজেনের কালোবাজারি ?
ধুর , তার চেয়ে মাস্টারের উপরেই করি ,
একটু মাতব্বরি ।

-