Amit Sarkhel   (অমিত)
85 Followers · 86 Following

Joined 26 April 2018


Joined 26 April 2018
14 MAY 2021 AT 21:57

নদীতে ভাসছে লাশ
বাতাসে জীবানু ,
কারা যেন চিৎকার করছে ,
সরকার কোথায় আছে ?

-


11 NOV 2021 AT 9:03

লোকজন কি বলবে ?
সমাজ নিয়েই তো চলতে হবে ।

শেষ জীবনে এসে দেখবে আপন পরিবার ছাড়া কেউ নেই ।

তাই লোকজন ছেড়ে নিজের পরিবারকে সময় দাও ,
জীবন এমনিই সুন্দর হবে ।

-


10 AUG 2021 AT 0:58

যে ভুলটা শোধরানো যায়না সেটাই কর্মফল ।

-


29 JUN 2021 AT 1:54

যেদিন নিজের প্রয়োজন বিলাসিতা আর পরিবারের বিলাসিতা প্রয়োজন মনে হবে সেদিন তুমি বড় হবে ।

-


27 JUN 2021 AT 0:39

একটা মানুষ মরলো দেখো
রাস্তা বন্ধের জন্য ,
মন্ত্রী মশাই রাস্তা পেরোবে তাই ,
রাস্তা ছিল বন্ধ ।
দুজনই মানুষ , দুটিই প্রাণ
একটি কত দামি ,
আরেকটি কতই নগন্য !
প্রমান হলো ,
"গণতন্ত্র শ্রেণীশোষণের জন্য "



-


13 MAY 2021 AT 12:20

মরছে মানুষ , মরছে শিশু
মরছে নর-নারী ,
নিজের জন্য বাড়ি বানাচ্ছে
এক মস্ত অহংকারী ।
যাদের হাতে করেছো ন্যস্ত
তোমার জীবনযাপনের ভার ,
ওষুধ না দিয়ে, দিচ্ছে দেখো
হাজার কোটির উপহার ।
চুপ থাকো চুপ থাকো
কথা বলোনা বেশি ,
নইলে তোমাকে বানাবো আমরা
দেশদ্রোহী , ভিনদেশী ।

-


1 MAY 2021 AT 1:39

ও মাস্টার !
তুমি খাও কেন ?
আধ পেটা খেয়ে
ওই সমাজসেবীকে দাওনা কেন?
মানছি আমি ভীরু ,
ভয় পাই শক্তিশালিকে ,
তুমি সফ্ট টার্গেট
তাই প্রশ্ন করেছি তোমাকে ।

স্কুল বন্ধ তোমার ,
বেতন নিচ্ছো ?
লজ্জা করেনা ?
কিন্তু মিটিং মিছিলে
ছড়ালে করোনা
নিশ্চুপ আমি ।
ওদের সাথে ?
সাহসে কুলায়না ।

সরকারকে প্রশ্ন করবো ?
কোথায় গেল ভ্যাকসিন ?
অক্সিজেন নেই কেন ?
ধুর , তার চেয়ে মাস্টারকেই বলি
তুমি বেতন নিচ্ছ কেন ?

কি বলবো ?
কেন হচ্ছে
ওষুধ , অক্সিজেনের কালোবাজারি ?
ধুর , তার চেয়ে মাস্টারের উপরেই করি ,
একটু মাতব্বরি ।

-


27 APR 2021 AT 1:20

আমরা কত সস্তা মানুষ
মরে যাচ্ছি প্রতিনিয়ত ,
আমার অর্থ খরচ করেই
ওরা অট্টালিকায় সুরক্ষিত ।

কত শত বাধানিষেধ
ওদের কাছে যেতে চাইলে ,
ওরাই আবার ছুটে আসে
পাঁচটা বছর পূর্ণ হলে ।




-


26 APR 2021 AT 22:37

রাজপথে আজ মৃত্যুমিছিল
স্বজনহারার আর্তনাদ ,
ওষ্ঠাগত প্রাণ নিয়ে আজ
ছুটছে মানুষ দিনরাত ।

করের অর্থ চুরি করে
হয়েছে ওরা বিত্তবান ,
চার আনা-র কাজ করে থাকলেও
হতো আজ মুশকিল আসান ।

ওরা,মঞ্চে দাঁড়িয়ে স্বপ্ন দেখায়
ভারত হবে বিশ্বসেরা !
বিনা চিকিৎসায় মরছে দেখ
ভারত মায়ের সন্তানেরা ।

মান-হুঁশ নেইকো তাদের
ঘৃণ্য এক প্রজাতি ,
মানুষের মতো দেখতে তাদের
পেশা যাদের রাজনীতি ।

-


25 APR 2021 AT 9:45

করোনার জীবাণু ছড়িয়ে দিয়ে
ওরা লুকিয়ে যায় ঘরে ,
মানুষেরা কেউ আগুনে পুড়ে ,
কেউ চাপা পড়ে কবরে ।
মরছে মরুক ওদের কী ,
কী বা যায় আসে ?
ওদের সন্তান তো সুরক্ষিত ,
বসে আছে বিদেশে ।

-


Fetching Amit Sarkhel Quotes