QUOTES ON #প্রেম

#প্রেম quotes

Trending | Latest
10 MAR 2018 AT 16:48

Love is an Emotional Game Which plays Between two Souls.

-


20 SEP 2017 AT 1:02

'প্রেম হচ্ছে এমন একরকম আকর্ষণ যার কোন দ্বিতীয় এবং ধ্বংস নেই। কিন্তু এটি মানুষের জীবনকে কখনো সুন্দর করে গড়ে তোলে আবার অনেক সময় ঐ জীবনকে বিদ্যুতের ছোবলের মত কেড়ে নেয়।'

-


20 SEP 2017 AT 1:21

'A beautiful mind exists in a sound health. No mind no beauty a mind without beauty is nothing but a hell.'

-


10 JUL 2020 AT 16:04






-



তুই আমার প্রেমিক হবি?
চেনা মুখেদের ভীড়ে অচেনাকে খুঁজবো;
অন্যের সংসারের মায়া কেটে নাহয়,
পরকীয়ার পাপে সতী হবো এবার!

তুই আমার অবেলায় ফোটা শালুক হবি?
কারণে অকারণে দেখতে যাবো তোকে;
ডাগর ডাগর চোখে মিছে জল টলটলিয়ে,
ভালোবাসা চেয়ে নেব ললাট বাড়িয়ে!

তুই আমার উপন্যাসের শেষের গল্প হবি?
প্রিয় মানুষের মত জড়িয়ে নেব বুকে;
লুকিয়ে পড়বো রহস্যের প্রতি পাতা,
আর এক আকাশ ভালোবেসে যাবো!

-


11 MAY 2020 AT 9:51

-


14 MAY 2020 AT 16:12

-



বয়স সদ্য ছুঁয়েছিল যৌবনের চৌকাঠ,
আমার প্রথমা রূপে তুমিই ছিলে পাশে;
মনের সবটুকু আধিপত্য ছিল তোমার!
ভালোবাসার থমকে যাওয়া প্রিয় মুহূর্ত,
লেগে ছিল নৌকোর পাটাতনের কাঠে;
মাস্তুল স্পর্শের তীব্র উচাটনে বারবার,
শান্ত শুভ্র ঢেউ এসে দিচ্ছিল হাতছানি;
খড়ের ছাউনি থেকে মুক্তি চেয়ে নিয়ে,
ডানা মেলেছিল প্রেম সবার অলক্ষ্যে!
খোঁপার টগরফুল মোহময়ী চাহুনিতে,
কত লুকোচুরি খেলেছিল আড়চোখে;
পশ্চিম আকাশের সেই লেখিকা মেঘ,
কখনো না ফুরোনোর গল্প লিখেছিল।

-



“চলো ফিরে যাই”
(গল্প ক্যাপশনে)

-


12 JUN 2020 AT 18:16

কাদের তুই ভাবিস ছোট রে, আর কেই বা আসলে বড়,
মাথার ওপর মহাকাশ দেখি রে, তারা তো নয় জড় সড়।

মনের মাঝে স্বপ্ন দেখি, তোর চুলের গন্ধে, হারিয়ে আমি যায়,
বুকের মাঝে তোকে রাখি, তোর রূপের ছন্দে, তোকেই শুধু পায়।

বাচ্চা বেলার খাটুনি খানা, বেজায় ছিল বহু মস্ত,
খাটুনির জোড়, বুঝতে বুঝতে- চলে গেল কিছু কষ্ট,
বুঝলাম নাতো আজও স্পষ্ট,,

সবই যখন এক, হৃদয় দিয়ে দ্যাখ
যখন আমরা দুই, চল মানবতা কে ছুঁই
আর চাইনা দুর্দিন, মুছুক সব দুঃখের ঋণ।

-