একদিকে দায়িত্ব পালনের শর্ত,অন্যদিকে নিজের আত্মসম্মান রক্ষার লড়াই। মাঝখানে শেষ হয়ে যায় কিছু রক্তের সম্পর্কের অনুভূতি আর একটা মানুষ।যেখানে চোখে জল এলেও চিবুক বেয়ে তা ফেলা বারণ।জারি থাক নিজের সঙ্গে নিজের লড়াই।
-
28 FEB 2024 AT 14:16
17 APR 2023 AT 23:08
#দায়িত্ব_কর্তব্য
কিছু জিনিস দায়িত্ব পালন করা হয় না,
একটা মেয়ে বিয়ে ছেলেটার বাড়ি গিয়ে সব কিছু নিজের করে নেই,
কারণ সেটা তার কর্তব্য।
তেমনই ছেলেদের জন্য হওয়া দরকার,
কিন্ত তা কি আদৌ হয়......-