Moupali Dutta   (অচেনা)
7 Followers · 3 Following

Joined 7 September 2019


Joined 7 September 2019
17 APR 2023 AT 23:08

#দায়িত্ব_কর্তব্য

কিছু জিনিস দায়িত্ব পালন করা হয় না,

একটা মেয়ে বিয়ে ছেলেটার বাড়ি গিয়ে সব কিছু নিজের করে নেই,
কারণ সেটা তার কর্তব্য।

তেমনই ছেলেদের জন্য হওয়া দরকার,
কিন্ত তা কি আদৌ হয়......

-


10 APR 2023 AT 21:33

দিনের শেষে তোর বুকেই ঘুমোব,
জাগবেও তোর মুখ দেখেই।

-


10 APR 2023 AT 21:32

দিনের শেষে তোর বুকেই ঘুমোব,
জাগবেও তোর মুখ দেখেই।

-


30 JUL 2022 AT 1:12

এখন কান্না-টাও ঠিক আসেনা ।।

-


4 NOV 2021 AT 13:55

জানি না কেন !
মন খারাপের পাল্লাটা
আজ কাল একটু বেশি ভারী থাকছে।।

-


9 OCT 2020 AT 23:00

বাবা "তোর জন্য আমদের ঝগড়া হয়"
মা "তুই একদম ফালতু একটা মেয়ে"
দাদা "তুই নিজের কথাই নিজেরই রাখতে পারিস না "

আসলে আমি মেয়েটি অপয়া ।।

-


28 SEP 2020 AT 0:59

একা থাকাটা একটু বেশি পছন্দ করি,
কারণটা ঠিক জানা নেই,

তবে এটুকু জানি মানুষের অভ্যাস থেকে সিগারেট-এর অভ্যাস অনেক ভালো।।।

-


18 JUL 2020 AT 0:00

যখন থাকে না, তখন কেউ থাকে না।

-


4 JUL 2020 AT 21:05

কি ভাবছ ভুলে গেছি সব...
না গো না মনে সব আছে,
অপমান, প্রতারণা, ধাক্কা সব মনে আছে ...

অপেক্ষা শুধু সময়ের;
একটা একটা করে সব ফিরিয়ে দেবও।

-


1 JUL 2020 AT 21:15


বেঁচে থাকার মতো সুন্দর আর কিছু নেই,
যে কয়টা মুহূর্ত নির্নিমিখ তাকিয়ে থাকা যায় তোমার দিকে।
তোমার ব্যস্ততা, তোমার অনিদ্রা এবং অহর্নিশ বোনা স্বপ্নের দিকে তাকিয়ে,
যে কয়টা দিন দিব্যি ভুলে যাওয়া যায় দূরত্বের আক্ষেপ!

-


Fetching Moupali Dutta Quotes