QUOTES ON #কবুতর

#কবুতর quotes

Trending | Latest
1 APR 2020 AT 22:04

-


23 JAN 2019 AT 18:29

দূর আকাশে মেঘের দেশে,
হারিয়ে গেলি কই।
তোর জন্য আজো আমি,
পথ চেয়ে রই।

আয়না ফিরে জলদি করে,
আমার ছোট্ট নীড়ে।
মিছে কেন আমায় ছেরে,
থাকিস তুই দূরে।

আকাশ পানে চেয়ে আজও,
তোকেই শুধু খুঁজি,
তোকে পেলে সকল কিছু,
ভুলতেও আমি রাজি।

তুই যে ছিলি আমার প্রিয়,
দুই নয়নের মনি।
আসবি তুই আবার ফিরে,
সেটা আমি জানি।

যেথায় থাকিস ভালো থাকিস,
রাখিস আমার খবর।
তুইযে যে ছিলি একমাত্র,
আমার প্রিয় কবুতর।

-


2 MAY 2020 AT 18:29

জোছনার প্লাবনে ভেজে তালদীঘি
আর দিগন্ত বিস্তৃত চরাচর
পাগলী, তুমি আমার মধ্যরাতের আবেগী
স্পর্শের বুকের কবুতর।

--------------------গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক

-