Shakil Ahommed   (নিশাচর...)
60 Followers · 41 Following

তেমন কিছু নেই, কি বলবো আর কাকে নিয়েই বা বলবো?
আমার সবটা তার মাঝে বিলীন হয়ে গেছে!
Joined 18 November 2018


তেমন কিছু নেই, কি বলবো আর কাকে নিয়েই বা বলবো?
আমার সবটা তার মাঝে বিলীন হয়ে গেছে!
Joined 18 November 2018
20 MAY 2022 AT 0:40

আগের থেকেও অনেক বেশি,
এখনো- তোকেই ভালোবাসি!

-


17 MAY 2022 AT 17:45

মন ছুটে যায় কিসের টানে?
তুই মন ভেঙ্গেছিস অকারণে,
তবুও আছিস আমার মনে।

-


16 MAY 2022 AT 11:45

দুই লাইনে তোকে বর্ণনা করা, কেমন করে সম্ভব,
তোর যে ছিলো ভীষণরকম, স্বার্থপরতার স্বভাব!

-


16 JUL 2021 AT 10:39

সব জড়িয়ে ধরার মাঝেই যৌনতা খুঁজতে যেওনা,
ভালোবাসাহীন হয়ে যাবে!

-


14 JUL 2021 AT 17:16

আমি চেয়ে চেয়ে দেখছি তোমার হারিয়ে যাওয়া,
বরাবরই হিসাব কষেছো পাওয়া আর নাপাওয়ার!
আমি তো দিয়েছিলাম আমার সবটা উজার করে,
তবুও কেন মিলিয়ে গেলে; আমায় রেখে অন্ধকারে!

-


13 JUL 2021 AT 8:55

কতো শত জীবিত লাশ!
কষ্ট নিয়েও ঘুরছে তারা,
তাদের ভাঙ্গা বুকের পাশ!

-


12 JUL 2021 AT 15:33

নেই কোন প্রাপ্তির আশা,
তবুও তোকে ভালোবাসা!

-


2 JUL 2021 AT 21:39

শব্দের সাথে শব্দের মিলনে হয় বাক্য,
আর কয়েকটা বাক্য মিলে হয় কবিতা।
তোর সাথে নিজেকে মিলিয়ে জন্ম
দিতে চেয়েছিলাম হাজারো কবিতার।

-


17 JUN 2021 AT 12:08

অসমাপ্ত প্রেম, কাব্যের মাঝে লুটোপুটি খাচ্ছে,
আত্বার সম্পর্ক গুলোও দিন দিন ভেঙ্গে যাচ্ছে।
জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে পরছে,
শত চেষ্টার পরেও তাকে আগলে রাখা দ্বায় হয়ে যাচ্ছে।

-


30 MAR 2021 AT 23:03

প্রেম অসুখে ভুগছি আমি,
গলে পরে প্রেমের মালা!!
হারে হারে টের পাচ্ছি আজ,
প্রেম মানে কি জ্বালা!!

-


Fetching Shakil Ahommed Quotes