. .
-
আগুন ছিল তোমার চোখে,
আমিও ছিলাম ভীষণ দাহ্য;
হৃদয় জ্বলেছে ভেতর ভেতর,
ভালো থাকাটা শুধুই বাহ্য।-
সেউজ আকাশৰ নীলিমা স্বপ্ন তুমি
হিমযেন মলয়া বুকুৰ,
নন্দনবনত ফুলা কুসুমৰ কলিযেন
উৰ্বশীৰ জেউতি চকুত ।
স্নিগ্ধ হৃদয়ৰ সোণোৱালী ছবি যেন
ইন্দ্ৰধনু মোৰ আপোন,
পলাশত ফুটি উঠা এটুপাল মৌ যেন
উন্মনা ৰূপহী তৰুণ ।
অগ্নিৰ শিখা যেন সৃষ্টিৰ ভাষা তুমি
প্ৰগতিত আমাৰ সপোন,
ক্লেশৰ অন্ত কৰি গোলাপৰ পৰশেৰে
যুগজিতা এই বান্ধোন ।-
ঠোঁটের কান্নায় রটুক কাব্য,
চোখ জুড়ে থাক বোবা ভাষা;
মেহফিলে তো বিজয়ী অহং,
ত্যাগেই বাড়ুক ভালোবাসা।-
তোর্সার জল মুছে দিয়ে গেছে রক্ত,
তবু নিউরোন জুড়ে তোলপাড় স্মৃতি;
তীব্র ব্যথায় বিলি কেটে দেয় অতীত,
তাই হয়তো ভুলে যাওয়াটাই রীতি ! !-
রোজ ভাবি...“চাই”
“দিতে” গেলেই কাঁপে হাত;
সাফল্য শিরে বাঁধা,
ক্রোমোজোম শুষে নেয় রাত।-
তুই আমার প্রেমিক হবি?
চেনা মুখেদের ভীড়ে অচেনাকে খুঁজবো;
অন্যের সংসারের মায়া কেটে নাহয়,
পরকীয়ার পাপে সতী হবো এবার!
তুই আমার অবেলায় ফোটা শালুক হবি?
কারণে অকারণে দেখতে যাবো তোকে;
ডাগর ডাগর চোখে মিছে জল টলটলিয়ে,
ভালোবাসা চেয়ে নেব ললাট বাড়িয়ে!
তুই আমার উপন্যাসের শেষের গল্প হবি?
প্রিয় মানুষের মত জড়িয়ে নেব বুকে;
লুকিয়ে পড়বো রহস্যের প্রতি পাতা,
আর এক আকাশ ভালোবেসে যাবো!-
মুখোশ নেবেন বাবু মুখোশ..
রাক্ষস,ঠাকুর,বানর,জোকার;
দুটো কতোয় দিবি রে?
যতোয় হয় ভাতের মাড়!-
প্রয়োজনে নেয় খোঁজ, আত্মীয়তার সুতোয় বাঁধে গিট 💞
দেখতে হুবুহু মানুষ হলেও এরাই আদপে হিপোক্রিট 🦎-