QUOTES ON #YQBENGALISTORY

#yqbengalistory quotes

Trending | Latest
6 MAY 2020 AT 20:53

কালো বেড়াল
অশুভ প্রতীক...!
(সম্পূর্ণ লেখা পড়ুন ক্যাপশনে)

-


6 MAY 2021 AT 18:55

শেষটা ঠিক মনে নেই
© দূর্বা নাগ

প্রায় পাঁচ বছর কেটে গেছে দুর্ঘটনাটা হওয়ার পর। এই পাঁচ বছরে মিষ্টি নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছে। তবু মাঝে মাঝে সেই দিনটার কথা মনে পড়লেই বুকটা কেঁপে ওঠে মিষ্টির।
সেদিনটা ছিলো গ্রীষ্মের এক দুপুর। প্রতিদিনের মতো সেদিনও মিষ্টি আর তার ছোটবেলার বান্ধবী পিকু, মিষ্টিদের বাড়ির খোলা ছাদে খেলা করছিল। কখনও কানামাছি, কখনও ধরাধরি বা লুকোচুরি, এই ছিলো তাদের প্রধান খেলা।
দুপুরবেলা, কেউ কোথাও নেই, শুধু মিষ্টি আর পিকু দুজনে মিলে ছাদে কানামাছি খেলছে। পিকুর চোখ বাঁধা আর মিষ্টি ওকে মাঝে মাঝে ধাপ্পা দিয়ে নিজের অবস্থান জানান দিচ্ছে। দুজনে খেলায় এতো ব্যস্ত ছিলো যে কখন পিকু ছাদের ধারে চলে গেছে সেটা কেউ খেয়াল করেনে।
" ধাপ্পা" আচমকা পিছন দিক থেকে আসা মিষ্টির ডাকে চমকে ওঠে পিকু।
টালটা সামলাতে পারেনি পিকু। আর মিষ্টি, বন্ধুর হাতটা ধরতে চেয়েও পারলো না। ততক্ষণে বাড়ির সবাই চিৎকার শুনে উঠে পড়েছে। বাইরে তখন লোক জড়ো হতে শুরু করে দিয়েছে।........ব্যাস! শেষটা ঠিক মনে নেই আর মিষ্টির। শুধু এটুকু মনে আছে পিকু ছাদ থেকে পড়ে যাবার সময় শেষবার "মিষ্টি" বলে ডেকেছিলো।

-


12 JUN 2020 AT 18:45

সৈকত:- শুনছি তুই বাড়ি থেকে বেরোচ্ছিস ?
শোভন :- উপায় নেই ।
সৈকত :- আরে করোনায় ভুগবি ।
শোভন :- কতরাত পেটের জ্বালায় ভুগেছিরে !
সৈকত চুপ।।

-


20 JUN 2020 AT 19:54

পেয়েছি কিছু অপ্রত্যাশিত মিথ্যে অপবাদের কিছু সত্যি বিষ্ময় ।
তখন সেই তা-দে-র-ই সঙ্গে কাটানো পুরোনো যা কিছু ভালো তা অবাক মনে হয়।
আসলে বন্ধুদের ওপরের স্তরের রং চেনাতে কাউকে লাগেনা।
আসল খেলাটা আড়ালে চলে। মিশলে তার হালকা অনূভব হয়।
সেই অস্বচ্ছ অথচ তীব্র রঙ ভিতরের স্তরে প্রথিত। যা কেবল সহসা কোনো ঘটনা কিংবা প্রয়োজনে দেখা মেলে।
ফলস্বরূপ চেনা হয়ে যায় সে কতটা অন্তর থেকে পরিস্কার ...
নাকি মানসিকতাটাই তার নোংরা।

-


24 SEP 2020 AT 20:44

বছর দশেক আগেও যে তীর্থ যে কিনা তেমন সাবলম্বী ছিল না নিজের পড়াশুনাকে পর্যন্ত সামাল দেওয়ার, সেই ছেলেটা আজ পড়াশুনার সাথে নিজেকে ও নিজের বড় বাড়িটাকে শক্ত হাতে সমানভাবে সামলে চলেছে।।

-


2 JUL 2020 AT 12:31

প্রেম ভালোবাসায় একটু আধটু খুনসুটি-অভিমান না হলে চলে ??😉



আসুন তবে ক্যাপশনে চোখ রাখি।
রূপ ও পাখির প্রেমপর্বে।।☺️

-


6 MAY 2020 AT 20:13

আত্মসম্মান মনুষ্য জাতি মাত্রেই আছে ,
আত্মসম্মান কেউ নিজের ইচ্ছায় বিলিয়ে দেয় নিজের অজান্তেই,
আত্মসম্মান কেউ আবার অন্যের ইচ্ছায় বিসর্জন দিতে বাধ্য হয় ,
আত্মসম্মান বাঁচানোর দায় নিজেদেরই
কিন্তু কখনো কখনো আত্মসম্মান ত্যাগ করতে হয় বাধ্য হয়েই বাঁচার তাগিদে ।

-


16 AUG 2020 AT 11:29

৫নং প্ল্যাটফর্ম। চেনা মুখ অচেনার ভানে, তোর এগোনো আমার পানে।
রেখে চোখে চোখ ; "হঠাৎ আমার প্রতি ঝোঁক ! "
এই হলুদ শাড়িতে আমার বাড়িতে হয়েছিল দেখা শেষ।
" বাহ্ ! এখনও লাগছিস তো বেশ !! "
ভাবলাম বলবি এবার ; " কি রে তুই এতদিন পর..!! "
কিন্তু হাত বাড়িয়ে বললি কিনা :
" দাদা ব্যান্ডেল-কাটোয়া লোকালটা কতক্ষণ পর ?? "

-



সপ্তম পর্ব,
যেহেতু এবছর পাশে জুলজি শেষ তাই ছাত্রদের জোরাজুরিতে ঠিক হল সিকিমে একটা এক্সকার্শন হবে। এই এসকার্শনে ওরা দুজনেই গেল সবার সাথেই। সেখানেই একদিন প্রবাল একটা সুযোগ এনে দিল নিশীথকে প্রপোজ করার। ওই সময় উর্ষশী হোটেলের সামনে পার্কে একা একা ঘুর ছিল। নিশীথকে দেখে জিজ্ঞেস করল, "কিরে তুই এখানে? ভালোই হয়েছে এসেছিস।" নিশীথ তোতলাতে তোতলাতে বলল, "তোকে আমার কিছু বলার আছে?"
-হ্যাঁ বল কি বলবি?
নিশীথ কোনরকমে প্রপোজটা করল বটে। শুনে প্রথমে উর্ষশী হেসে বলল "তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আচ্ছা এটা বল হঠাৎ এরকম কথা মনে হবার কারণ কি? তাছাড়া আলো তোকে পছন্দ করে এটা বুঝি তুই জানিস না।"
-ধুর ওর কথা বাদ দে তো। ও আমার শুধু একজন বান্ধবী ছাড়া আর কিছুই নয়।
-দেখ আপাতত আমি এসব ব্যাপারে কিছু ভাবি নি। আমি শুধু তোকে আমার বন্ধু হিসেবে ভাবি, তার বেশি কিছু না।
-ঠিক আছে, তুই ভাব। তবে উত্তরটা জানাস প্লিজ।
এরপর থেকেই নিশীথ যতবারই এ ব্যাপারে কিছু বলতে চায়, উর্ষশী এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। রাখির দিন তো পারলে প্রায় নিশীথকে হাতে রাখি পরিয়ে ছাড়ত। ঠিক হলো এবার পুজোয় কলেজের সবাই মিলে একদিন পুজো পরিক্রমায় যাবে। কালীঘাট মেট্রো স্টেশনে সবাই সকাল দশটার সময় দেখা করার কথা বলেছিল। আর উর্ষশী এসে পৌঁছেছিল সাড়ে এগারোটার সময়। আবার সেই মিষ্টি হাসি আর সেটা দিয়েই নিশীথকে কাৎ করলো। নিশীথই সমস্ত প্ল্যানটা বানিয়েছিল।
(চলবে)

-


9 JUL 2021 AT 19:05

তমোঘ্ন:- এত রাতে নুপূর পড়ে কে হেঁটে গেল ? ব্যালকনির ওধার থেকে , শুনতে পেলি?

পবিত্র:- হ্যাঁ, সাথে সেই পরিচিত আতরের গন্ধটা ভেসে আসছে!

তমোঘ্ন:- তবে কি সেদিনের রাতের অতিথি আজ আবারও...!!

-