-তোর বন্ধুর সাথে দেখা হল।
-কী বলছে?
-ওই ওর বন্ধুদের সাথে ছিল। চাঁদের হাটে আমি কি আর পাত্তা পাই??
-হ্যাঁ একদম।তুই চাঁদ কেন হতে যাবি? তুই তো সূর্যের মতন তেজী।😄😄🌞🌞
-☉ এর বড্ড তাপ। কেউ কাছে আসতে চায়না। চাঁদ কত সুন্দর, মায়াবী।😓😓
-অন্যের থেকে পাওয়া আলোয় মায়াবী হওয়ার চেয়ে নিজের আলোয় প্রখর হওয়া ভালো রে। কলঙ্ক চাঁদ সূর্য দুজনেরই থাকে। কিন্তু নিজের জ্যোতি দিয়ে সেই কলঙ্ককে ঢাকাটাই আসল ব্যাপার রে।😍😍
-😊😊-
দিনের আলো মেশে যখন কালোয়,
দীঘির পাড়ে দাঁড়িয়ে দেখি আমি,
ওই পারে ভোর আনবো বলে তোমার
এই পারে হই সূর্য অস্তগামী।-
মেঘের দেশে, পাখির বেশে ওড়া হলোনা আর;
সূর্য মনে আগুন দিলো, প্রেম তিরস্কার।-
আমার গোধূলির আকাশে মৃত্যু জমাট বাঁধে;
এবং তাতেই মজে যায় আরও একটা সূর্য!-
আমার ঘরে সূর্য দিলে উঁকি
তাকে বন্দী করে রেখে দিতে চাই,
হঠাৎ কোনো সন্ধ্যার অন্ধকারে
যেন হাত বাড়ালেই তাকে খুঁজে পাই।-
রোদচশমার আড়ালে থেকে
সারাটা দিন বিকট রোদ বিলিয়ে
একটা আস্ত ক্ষান্ত সূর্য ডোবে…
এ ঋতু এমনই যাবে—
পর্ণমোচন ও ক্ষোভে-
কাব্য চরে হাঁসপুকুরে
জানলায় ব্যাকুলতা জমে
তখনই বৃষ্টিবিক্রম
সূর্য পাটে ভরদুপুরে
স্মৃতির আয়ু ধীর লয়ে কমে
তখনও বৃষ্টি ঝমঝম-
সময়ের স্পর্ধায়
আধিপত্য ও দম্ভে গ্রহণ।
নিয়তি যখন বিচারক
কাঠগড়াতে তখন সূর্য ।
-
ভোরের মতো অস্ফুট
একটি সকাল
সূর্য উঠলেই স্বাধীন হবে
রোদ্দুরের পাল
আমি বারবার ফিরি
ফিরে ফিরে যাই
কলকে ফুলের কাছে বাঁধা
পড়ব বলে তড়পাই
স্বাধীনতা সয়না
সবার ধাতে
পরাধীন আমি সুগন্ধ
ও সৌন্দর্যাঘাতে-
হালে জল পাওয়া এক নৌকো
নদী পারাপারে প্রতিজ্ঞাবদ্ধ
এক সংযোগসেতু
শহরসাধনে মগ্ন
সূর্য ডোবার মাহেন্দ্রক্ষণে
দিনবদলের গল্পেরা ভিড় জমায়...
জমে ওঠা অন্ধকারে নিজেকে সঁপে ফিরি...
আমার ঘরে ফেরার পথে কোনও বাতি জ্বলে না-