Banashree Ghosh   (✍️Banashree Ghosh)
169 Followers · 9 Following

read more
Joined 24 April 2017


read more
Joined 24 April 2017
16 JUN 2020 AT 22:28

আয়ানা আর কাঁচের পার্থক্য তো এখানেই
আয়না নিজেকে এপারে স্পষ্ট দেখায়,
আর কাঁচ ওপারে অন্যকে।

-


9 SEP 2021 AT 0:32

Darkness
The cruelty, the fake mask.
It knows you, it knows everything and everyone.
It reveals the inner you, in front of your self.
It doesn't fear you
You fear night, the darkness, incase it revels you.


-


2 JUN 2021 AT 1:04

শব্দ হীনতা তেও কতো মৃত্যু ঘটে তাই না!
আমরা তো কেবলমাত্র শব্দের ব্যবহার
আর উৎস দেখে বুঝি মৃত্যু হয়েছে।
শব্দহীন আবেগে বুঝি মনের,
আর শব্দে শরীর গুলোর।



-


16 APR 2021 AT 21:38

উন্নত যোগাযোগপ্রযুক্তি
অত্যাধুনিক ভাব প্রকাশের মাধ্যম ,
তা শুধুই শৌখিনতার ভিড়,
ভাবাবেগের অন্তরালে শুধু আবেগেরই অভাব।

-


12 APR 2021 AT 0:43

যে থেকে যাওয়ার জন্য অকারণ কারণ খোঁজে,
তার সাথে অকারণ থেকে যাওয়া যায়।
জীবন কোনো অজুহাতের কাঠগড়ায়
দাঁড়িয়ে থাকা স্তব্ধ তা নয়।
জীবনের সুখের অনুভূতি উপলব্ধি
যে কোনো অজুহাতের সীমারেখার উর্ধ্বে।
অজুহাতে ভালবাসাও তো যায়।
অকারণ কারণ খোঁজার চেষ্টা করা বৃথা তার কাছে,
যে আজুহাতগুলোকে বাস্তবে ফিরে দেখার চেষ্টা করে।
অতীতের কাঠগড়ায় দাঁড়িয়ে করিয়ে নিজের জীবনকে প্রশ্ন করে,
অস্থিরতা ছাড়া কিছু মেলে না।
অকারণ কারণ খোঁজা বন্ধ করুন,
জীবনটা উপভোগ করুন।
এই সময় টা একবারই আসে।
সময় ফিরে আসে না।

-


26 MAR 2021 AT 23:12

তোমার অবর্তমানে তোমার জন্য দুফোঁটা চোখের জল গড়িয়ে না পড়লে, তুমি তোমার সারাজীবন কিছুই আয় করতে পারো নি।



-


21 MAR 2021 AT 20:20

অপ্রকাশিত শব্দগুলো জানে,
কতো কথা বলা হয়,
না বলার মাঝে।
স্তব্ধতা শব্দ শূন্য নয়, চিৎকারে পরিপূর্ণ।

-


18 MAR 2021 AT 23:43

উন্নত যোগাযোগপ্রযুক্তি,
আধুনিক ভাব প্রকাশের মাধ্যম ,
শৌখিনতার ভিড়,
ভাবাবেগের অন্তরালে শুধু আবেগের অভাব।

-


3 MAR 2021 AT 20:16

ভালো যদি বাসতেই চাও
তুমি তোমার মতো করেই এসো,
আমি মনের মতো করে রাঙিয়ে নেবো
ফাগুনের রঙ দিয়ে।

-


19 FEB 2021 AT 23:12

#উরো চিঠি

সুখ খুঁজতে গেছিলাম, হতে এক মুঠো কাকর বালি আর কিছু লবণাক্ত জল এনেছি। আশার মিষ্টি আলো নিমেষেই গাঢ় কালো মেঘের আড়ালে ঢেকেছে। সুখ খুঁজতে যেতে নেই। সুখের জন্য অপেক্ষা করতে হয়, সুখের জন্য ঘর বাঁধতে হয়। ধৈর্য্য ধরতে হয়। তাহলে ঠিক সুখ একদিন এসে ধরা দেয়।

-


Fetching Banashree Ghosh Quotes