মেঘমল্লারে শুনি
শুনেছি বারংবার —
বৃষ্টির মতো নাকি ঝিরঝিরে শরীর তোমার
মেঘলা চুল
কোমরে নদীর বাঁক
আর…
আর আড়চোখে তাকানো চোখের সাদা অংশটুকু…
আরও শোনা বাকি
তুমি ভূমিকায় থেকো
উপসংহারে আমি আপাতত ‘ইরশাদ’ লিখে রাখি-
Been months clouds everywhere
Sky unseen. Blue isn’t a colour anymore
Grey’s taken over. Many shades—
Light dark. Lighter darker
Whites sometimes…
Not blue anymore. No longer blue
Blue is the mood — melancholy
Not a colour. A state —
A very chronic state-
বিশ্বাস করুন, আমি দেখতে পাই —
মাইনের দিন মায়ের চকলেট আনার অপেক্ষা
থেকে মায়ের শেষ ‘মা’ ডাক উপেক্ষা
পর্যন্ত — সব দেখতে পাই। বিশ্বাস করুন —
আমি কখনো মা হতে পারব না
বাবা হলে হতে পারি কখনও
বিশ্বাস করুন, বাবারা মা হয় না।-
এই যে পাহাড়ী বাঁক
তোমার মতো অনেকে
যারা এখানে আসে
শান্তির খোঁজে
সকলকে তাদের উচ্ছেদ করে
বাড়ি বানাব এখানেই
একচালা ঘর
চালে মেঘ জমাব
সামনের রাস্তা-কুয়াশায়
পায়ের পাতা বিছিয়ে
অপেক্ষা করব
অপেক্ষা ফুরোলেও কেউ না এলে
এ ঘর আমি নিলামে তুলব
জমানো মেঘ বেচে দেব
তোমার ঘন কালো চুলের দরে
আর ঋণী থেকে যাব
শান্তির কাছে-
“বর্ষা গা”
বাতাস বয় ঝড় ওঠে
জানালায় ঢোকে না
বে-গরজ় তো আর সবাই হয় না
ভারি বুকের নিচে চাপা পড়ে প্রশ্রয়
টলটলে বর্ষায় নাভি ছাপিয়ে যোনিতে জল জমে…
এই মরশুমি নগ্নতা কিছুতে অ-শরীরী হবার নয়
এ শরীর স্বর্ণালির
এ শরীর শর্মিষ্ঠারও
এমন দেহসর্বস্বা ক’জনই বা হয়
এমন বে-আব্রু তো আর সবাই হতে পারে না-
"Tale of Fairies"
Silver-lined particles of memory
blend with clouds of gold
in a sky soon to be dark
The parting sun of a consumed day
will no more alchemize today
You don't listen and tell
read and write
fairytales
You S-E-E them-
“ঠাকুর”
লিখে তুমি কিছু হওনি কবি
রবি কবি তাই লিখে গেছ
মারা গেলে কবে এত শত কালে
এই আজও তুমি বেঁচে আছ
ঠগ্ জোচ্চর অমৃতচোর
সবে ভগবান বলে তায়
দেবতার দল একজোট হলে
‘ঠাকুর’ — তুমি সে একাই
প্রণাম তব পা’য়-
জীবনপথের পাকদণ্ডী ধরে
কাছে আসা ব্যর্থতা
পর্বতশিখরে জমা
ক্ষয়ক্ষতির স্তূপ…
আরও কত কী না-পাওয়া মিলে
আমার আপন পাহাড় হয়ে আছে —
একাকীত্বের আশ্রয়
একলা হওয়া প্রশ্রয়
তবু আমাকে আকাশ হতে দিলে —
এমন নীল হতাম না —
ফ্যাকাসে হয়ে থাকতাম-
“তুমি নেশা করেছিলে
ঘাম-রক্তের ককটেল গিলে
সোজা গিয়ে মুতে দিয়ে এলে
প্রশাসকের দেয়ালে!”
“লাঠির ঘায়ে লাথির পায়ে
অপমানে ছিন্নবস্ত্র গায়ে
হারাবার নেই কিছু আর
আমি কি মোটেও চিনি
চোরের উঠোন নাকি রানির দুয়ার?
বেশ করেছি পেচ্ছাব করব আবার।
মাতাল নই গো দাদা
এ নেশা পেট বাঁচাবার
সম্মানহানি
পুলিশের মার
যোগ্য মূল্য পেয়েছি দাদা
যোগ্য শিক্ষার।”
জয় জয় সরকার!-
“বয়স বাড়ার আয়েস”
যা ঠিক যত ভুল
আজেলিয়ার ফুল
কুয়াশা হয়ে থাকা মেঘ
দলা দলা আবেগ
মসৃণ থেকে পাহাড়
উফ্ হয়ে আহা-র
জাঁরের মোলায়েম স্বাদ
নেশাতুর বাঁক পাহাড়িয়া খাদ
সিঙ্কোনার ছাল ও জ্বর
মনখারাপে পাহাড়ী ঘর
মার্মালেড বাটারকাপ স্কিজ়ান্থাস
আবিরের রঙে ফুলের নির্যাস
জন্মদিনের পায়েস
বয়স বাড়ার আয়েস
প্রকাশিত হোক ভোরের আলোয়
যত যা যা আর্দ্র গোপন
শীতল শ্বাসনিঃশ্বাসে
অধ্যাত্ম বিশ্বাসে
পাহাড়সমান বৃদ্ধি আমার
নিজেকে করি পুনঃ রোপণ
পাহাড়ঢালে
অনন্তকালে-