চেনা মানুষ পাশ কাটিয়ে চলে যাচ্ছে
অচেনা মানুষ বলে
সরে আসুন ট্রেন আসছে ||-
কিছু ব্যাক্তি এমন হয়,
যে তাদের স্ত্রী কান্না করলে তাদের মাথায় যন্ত্রণা হয় । আর
যদি পরের স্ত্রী কান্না করে, তাহলে তাদের হৃদয়ে যন্ত্রণা হয় ।
.
Kuch Log Aysa Hota Hai, Agar Khudka Wife Rota Hai Th Sar Par Dard Hota Hai.
Aur
Dusri Ki Wife Rota Hai Th Uska Dil Par Dard Hota Hai.-
বাতাসের প্রাণ,মেঘলা ভরাদিন
তুমি মিষ্টি সুবাস স্নিগ্ধ আকাশ,চঞ্চল ভরাদিন
তুমি আধার জাগানো,শিশির ভেজানো
শিউলি ফুলের ডাক
তুমি প্রভাত আলোয় কিরণময়ী, বিহঙ্গের আহ্বান
তুমি প্রভাত রবির উজ্জ্বল আলোয় প্রভাতফেরির গান
পিতৃপক্ষ অবসান,দেবীপক্ষ শুরু,মহাদেবীর আগমনে
খুশির বার্তা শুরু।।
মহালয়ার শুভেচ্ছাবাণী-
মনের গভিরতার চোরাবালী
অাচ টেনে দিয়ে যায় সৌন্দর্য মধুর ভবিতব্যে-
পূর্ণতায় ভরিয়ে দেয়,সারাদিনের ক্লান্তি
ভুলিয়ে দেয় জীবনের অবসাদের দিন
গ্রহণের কালো দাগ, তার কালো আধারী
দুর্বিসহ দিনে যেনো
এক আলোর হাসির কিরণ,পরিপূর্ণতার নামে
জোয়ার ভাসিয়ে দেয়।।-
বর্ষা এলো সাথে
ভাসিয়ে দিচ্ছে পুরোনো স্মৃতি
অবসাদের অন্তরে।।
ছুয়ে আছে স্বপ্ন চোখে
হাজারো ভিরে
নবরুপে আকাশে
বরণ করে নেবার তাগিদে।।-
সম্পর্কের মেল বন্ধনের টান,
তথা ভালবাসায় লালসার মুখোমুখি পাহাড় ছোঁয়া নদী,
নিজেকে হারিয়ে ফেলার ভয় তথা সত্যের অবকাশ
মাএ ভয়কাতুর করে দেয় ভালবাসার সম্পর্কগুলোকে ।।
নদীর দিবারাত্রির অবকাশ পাহাড়ের সংস্পর্শে নিজেকে গভীর থেকে গভীরতায় মিলিয়ে দেওয়ার সহবাস ।।-