সম্পর্কের বিভিন্নতাকে বুঝে উঠা
অভিজ্ঞতার পর্ব বিশেষ ।।-
সময়ের সাথে স্মৃতি গুলো হারিয়ে গেছে
লিখবো বলে শব্দ গুলো জট পাকিয়ে যাচ্ছে ।।-
।। শারদীয়া ।।
"মহালয়ার শুভারমভে ভোরের বাতাস , শিউলির
মিষ্টিমধুর সুভাশে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠ স্বরে
দেবী আগমনীর সূচনা ,
8 থেকে 80 দশকের প্রত্যেকের মনে বেজে উঠে
ঢাকের শব্দ, ভেসে আসে মৃন্ময়ী মার চিন্ময়ীরূপ ।।
শুভ মহালয়া 🙏-
হাতের উপর হাত রাখা সহজলভ্য,
হাতের ভাড় সহ্য করা বড্ড কঠিনতর ।।-
প্রতিবাদী সুর ব্যক্ত করার প্রচেষ্টায়
আঁচ টেনে দেয় জমে থাকা পুরোনো স্মৃতি মধুর সম্পর্কের বোঝাপড়া ।।-
অপরের সঙ্গতায় নিজের অনুভূতিকে স্বাচ্ছন্দ্য প্রকাশ করা, চেতনায় সুখ অনুভব করা
তথা
একাকিত্বে নিজেকে সুখে রাখার দায়িত্বে, সুখকে পর্যায় ক্রমে বজায় রাখাই ,জীবনের অমৃতসুখ ।।-
মনের গভিরতার চোরাবালী
অাচ টেনে দিয়ে যায় সৌন্দর্য মধুর ভবিতব্যে-