-
'আহা আজি এ বসন্তে' প্রস্ফুটিত চক্ষু নিমেষে হারায়;
মিথ্যা সুখের গর্ব তাঁর ধূলায় মিশে যায়।
এমন মধুর বসন্ত সখী কোথায় পাবে খুঁজি!
হেরিয়ো এই মাধুর্য, কখনো চক্ষু বুজি।
মিছামিছি হাসাহাসি, অরণ্যে রোদন
করো ত্যাগ সখী, ভালোবাসো নিজেরই মতন।
'কেন কাছে আস ', সুখ বিনা তোমার মিথ্যা বড়াই বেঁচে থাকার;
অমৃতের আস্বাদ পায়নি প্রাণ-মন-তোমার।
'সুখে আছে যারা ', দেখেনি তোমার নয়নের নীর;
এক ফোঁটাও ফাঁকি নেই তাতে, শুধু শুধু তুলেছ প্রাচীর।
'তারা ফিরেও না চায়', তারা অভাগিনী কয়,
তুমি থাকো তোমার মতই, সুখ খোঁজো চেনা আঙিনায়।
-
রবি আছে আজও সংগোপনে
মনের নিভৃতে হোক বা শান্তির নিকেতনে
দৃশ্য হোক বা অদৃশ্য রূপে
রবি থেকে যাবে প্রতিটি বাইশে শ্রাবণে।-
প্রভাতের শুরু হলো নিস্তব্ধতার সাথে,
কোনোরূপ আড়ম্বর অলক্ষিত,
অনুপস্থিত মনের 'খোলা হাওয়া'....
'পরান যাহা চায়', তাই 'স্রোতে ভাসা
আর আসা যাওয়া'...
'বেলা যে যায় সাঁঝবেলাতে',
কবির সুরে ও ছন্দে সুর মেলাতে....
কবি 'তুমি রবে রবে নীরবে' অন্তরে,
শুধু 'এই কথাটি মনে রেখো'....
-
बोले भानु राधा से
मैं दास कहता कुछ बात आज
ना भाए तो समझना भूल काज...
श्रवण मासे स्याह रैन
यमुना गोते लगाती बेचैन
गर्जन करे अम्बर पूरा
पृथ्वी उखड़ी जाए जाए रे
सुनो राधा
(Full song in Caption)
Translated from bengali..
Original poem by Rabindranath Tagore
Named- Shangangagane ghor ghanaghata-