You r the inspiration of the new writer... especially for youth .. every task of urs r too helpful for us... thanks for accomodation...
-
You are the splendid writer in yourquote . You write Bengali, English and Hindi with same spark ❤️ most talented writer of yq you are ! Stay well,stay inking....Love you😍💓
-
অনেক কিছুই করলাম,কিন্তু সিরিয়াসলি নয়।
জীবন তাই দিলো গোল, গুনে গুনে ছয়।
লেখালিখি-আবৃত্তি টা সিরিয়াসলি হোক-
বলতো যখন বারে বারে পরিচিত লোক,
ভাবতাম কি এমন লিখতে আমি পারি,
মন ভোলানো কথা সবই , শব্দ কারী কারী।
হঠাৎ কেমন জেদ চেপে যায়,দেখি তো কিছু লিখে,
ডাইরি তখন হারিয়ে গেছে,স্মৃতির রং ও ফিকে।
হঠাৎ ই হাতে এলো ইওর কোট, ডিজিটাল খাতা।
আঙ্গুল বোলাই তারই গায়ে,ভরে ওঠে পাতা।
পড়তে বড় ইচ্ছা করে,সময় পাওয়াই ভার,
সীমিত জ্ঞান, আর স্বপ্ন হলো পুঁজি আমার।
ছোট্ট ছোট্ট পায়ে হাটতে হাটতে তিনশ লেখা পাড়।
আমি ,আমার জগৎ আর লেখার সংসার।।
-
আমার মনের কথায় ঢেউ খেলে যায় যার কাছে ,
আমার বাড়ির খুব কাছেই সে আছে.....😊😊🙌
ভালোবাসায় সিক্ত তার অলিন্দ -নিলয় ....
আমার আবদারের পাহাড় তার মাথায় ....
ভালোবাসি ,ভালোবাসি ,ভালোবাসি তোমায়...
অভিমানে অনুরাগের প্রাপ্তি তোমার কাছে❤❤❤❤
সে আমার পার্সোনাল অনুপম রায়😊😊,😝
আর কেউ নয়-
এই যে ম্যাডাম
অল্পেতেই হয় মুখ ভার
এই যে মেয়ে
কবিতায় আছে ছন্দবাহার
এই যে পাগলি
রাগ করিসনা আর, তুই যে ভীষণ দামি
এই যে পুঁচকি
সোনা বোন আমার, নিস অনেক হামি।-
কি লিখি তোমায় নিয়ে ....😪
ভাবনারা মশগুল তোমার কাব্যে ,😌
রাগান্বিত ও তবে ,মনে শিশু মনের ভার ......😇
কাব্যে যতই অন্তমিল না থাকুক আমার😏
সত্য বলায় জুড়ি মেলা ভার😋
নন্দনে'তে আনাগোনা .......😒
বই পোকা মানুষ তুমি ....
ব্ল্যাক বোর্ডের জগতের
দাশু-দা ,সেই মানুষটি😊-
তোর সাথে আলাপটা একটু অদ্ভূত ভাবেই। হঠাৎ করেই জানতে পারি তুই আমার বড্ড কাছে থাকিস। তারপর দেখা হয় কথা হয় আর এখন তো রোজ বকবক করি😋😋 আমার মিষ্টি ভাই তুই একটা। আমাকে 'মিষ্টি দিদি' 'মিষ্টি দিদি' বলে বারবার ডেকে আরো কাছের হয়ে গেছিস তুই❤️❤️এরকমই থাকিস।
মিষ্টি ভাইয়ের কবিতায় কাব্যে, আছে এক যাদু
লেখায় তার ছন্দের বাহার,সবাই বলে সাধু সাধু
আলাপ-আলাপনে তার জুড়ি মেলা ভার
এরকম হয়েই থাকিস ,মিষ্টি ভাই আমার❤️❤️-
একটা দিভাই, খুব কমদিনের চেনা। স্বল্প কথায় স্পষ্ট লেখে। তার লেখাতে আগুন ঝড়ে আবার প্রেমও আর আমাকে আদর দেবার জন্য তো আছেই😋😋
সুন্দরী তুমি,ততটাই সুন্দর তোমার কাব্য-লেখনী💓
এভাবেই লিখে যাও। আরো ভালোবাসো আমাকে😘😘😘লাব্বিউ দিভাই-
আমার চেন্নাইবাসী দাভাই😍
তোমাকে নিয়ে নতুন করে আর কি বলবো। তুমি হলে আমাদের সকলের প্রিয় মানুষ। সবাইকে উৎসাহ দিতে থাকো সবসময়। বিন্দাস থাকো আর আমাদেরকেও শেখাও বিন্দাস কীকরে থাকতে হয় সেটা💓
তোমার লেখা বিচার করা আমার সাধ্যি নয়। বড্ড বেশি ভালো লেখো। তোমার প্রতিটা লেখা কোথাও একটা গিয়ে ভাবতে বাধ্য করে। আমি খুব খুশি তোমার মত একজন দাভাইকে পেয়ে😍লাব্বিউ দাদা । খুব ভালো থেকো, আরো লিখে যাও আর নেক্সট বার তোমার সাথে আমার ও দেখা হবে আসা করি☺️-
এনার লেখা ভাবাবে তোমায়,গভীর দেবে ঠেলে,
পড়তে গেলে মনে হবেই,"লেখে বটে ছেলে"।
পরতে পরতে পাবে তুমি নিখুঁত ভাবের ছোঁয়া,
ভাষার ভিতর হয়ত কখনো যেতেই পারো খোয়া।
চিনে রাখো,ভাই সে আমার,শব্দমালার কবি,
আশা আমার সবসময়ের,তুই অনেক বড় হবি।-