QUOTES ON #NIROB

#nirob quotes

Trending | Latest
8 SEP 2018 AT 16:11

অভিমানগুলো আকাশ ছুঁয়েছে
নিরব অভিযানে,
শ্রাবণ মেঘের অঝোর ধারা
নামল চোখের কোণে।

-


25 DEC 2018 AT 15:56

কতটা পথ যেন পার হয়ে এলাম নির্দ্বিধায়...
নীরবে একরাশ অভিমান জমা রেখেছি কত !
হাজারো কৌতুহলের ভিড়ে জর্জরিত কিছু মূহুর্ত ,
অগোচরেই বদলে নিয়েছে নিজেদের প্রশ্নের তালিকা ;
একলা স্মৃতিগুলো হাঁপিয়ে উঠেছে দিন দিন মিথ্যের ভিড়ে ,
দরজার ওপারে শুনতে পাচ্ছি যেন অতীতের আহ্বান !
কিন্তু কোথাও সেই ফিরে আসার সুযোগ টা নেই আর ,
দিন দিন আবদার গুলো জমা হয়েছে কথোপকথনের প্রশ্রয়ে ,
কিন্তু অজান্তেই উপেক্ষার স্তর-টাও এতটাই পুরু সেখানে !
পথ হারাবো জেনেও হেঁটে চলেছি অনিশ্চিয়তার উদ্দেশ্য ;
পথ শেষে হয়তো কখনো 'তুমি' নামক প্রশ্নের সম্মুখীন হবো ,
আজকাল আর বাহানা গুলো আঁকড়ে বাঁচে না তোমার স্মৃতি ;
হয়তো তোমার ব‍্যস্ততার ভীড়ে আর প্রশ্রয় পায় না তারাও ,
কোথাও যেন কোলাহলের মাঝেও নীরবতা ঘিরে ধরছে বারবার ;
আর একাকীত্বে মোড়া 'তুমিহীন' ছন্দে সামিল করে তুলছে নিজেকে..
তাই ভাবছি বদলে নেবো হিসেব গুলো, খানিক পাল্টে নেবো ছন্দগুলো,
ঠিক ততটুকুই চিনে নেব তোমায়, যতটা চিনলে...
তোমার পরিচিত হয়ে থাকা যায়, এর বেশি নয়...

-


8 FEB 2019 AT 11:36

খুব আঘাত, নীরব।
টুপ টাপ ট্যাপের কল।
শিলিং থেকে ফ্যান ১,২,৩।
কাঁচের টুকরো।
গুঁড়ো গুঁড়ো ফ্রেম।
আগুন রংমশাল।
একলা হাওয়া।
বিষন্ন ছাই।

ভালো থেকো।

-


15 OCT 2017 AT 18:14

কলম কালি নীরব যখন !

-