QUOTES ON #BOSHONTO

#boshonto quotes

Trending | Latest

কোকিলের তানে বসন্তের গানে
রাঙিয়াছে আকাশ মোর,,🌈
মিশেছে যে বেদনার সাধন সে রঙে
আর সুখের আগুন পলাশ ফুলের তরে।।🍁




রামধনু ঢাকিয়াছে অশ্রু মেঘের,🌫️
শুকনো পাতা সম্ভাষণ দেয় ঋতুরাজের।।🌸
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

-


9 FEB 2018 AT 9:55

বসন্ত অবহেলায়, বার বার ফিরে গেছে।
কখনো আমি হয়েছি অবহেলিত,
আবার কখনও বা, তাকে ফিরিয়ে দিয়েছি,
তারই অবহেলা, চোখ ভর্তি অভিমান নিয়ে।

আজ "বসন্তর" অপেক্ষা নেই তাই,
মনের আনাচে কানাচে।


-


28 FEB 2018 AT 5:45

বরফ-ঢাকা পায়ের নীচে জমি,
এক চিলতে মিঠে রোদের আলো,
তার ওপরে রক্ত জমাট বাঁধে,
এই বসন্ত হঠাৎ বড়ই কালো।

-


21 MAR 2019 AT 22:37

This HOLI,
Let's colour a long lost Friendship with a Hug.
Let's colour the life of a Poor with Help.
Let's colour our Hearts with Kindness.
Lets colour Her body with Safety.
Lets colour our Hate with Love
Let's colour their Faces with Smile.

-


14 APR 2019 AT 9:22

বসন্তের বাতাসে,
মন মাতানো আবহাওয়ায়,
সমুদ্রের স্রোতে
ভেসে যাওয়ার ইচ্ছায়।

-


28 APR 2018 AT 21:00

এসো গান করি
*************
আজ মন গহনে ভাল লাগার স্রোত বয়ে যাচ্ছে
বসন্তকে না ভালবেসে থাকাটা যে অন্যায়
বলে গেল সে ই কানে কানে আমার
আমি মুখ ফিরিয়েছিলাম বলে অভিমান ছিল
বলেছিল "আমার রূপ কি ফুরিয়ে গেল, নাকি তোমার চোখে অনন্য কেউ ধরা দিল? "
আমি হেসে বললাম, "তুমি চির সুন্দর, চিরকাল তুমি বেধেঁ রেখেছ হেরে যাওয়া প্রাণকে, এই সংসার এবং তার সৃষ্টিকে তুমিয়েইতো নব রূপে সাজিয়ে তুলো "
বসন্ত এখন নীরব, সেও চায় তার অস্তিত্বের নিশ্চয়তা ।
আমি অভয় দিলাম, তুমি সেরা ছিলে, সেরা থাকবে। আমার কি ধৃষ্টতা যে তোমায় করব অবহেলা।
অার তখনই বসন্ত আর অামি এক সুরে গেয়ে উঠলাম, "সখী তুমি ছাড়া যে আমি হব একা...।।

-


2 MAR 2021 AT 17:15

বসন্তের এই আবহাওয়ায় জীবনের ছন্দ হোয় নতুন ছাঁচে, শীতের অলসতা কাটিয়ে গরম আলো গায়ে মেখে মিষ্টি সাজে সজ্জিত। কত কিছু আবার গড়বে, পুরোনো ঋতুচক্রের পুনর্জীবন হবে।

-