Paid Content
-
তাদের মাঝে আমি যে মায়া।।⚜
🔭 কেউ আমায় দেখতে না পারে ,,♊
আমি যে ওই চ... read more
বিচ্ছেদের পর ও যে মানুষটির প্রার্থনায় রয়ে গেছেন সেই মানুষটিকে হারানোই ছিলো আপনার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য।।
-
ভালোবাসার মানুষের ওপর রাগ যতই করো না কেনো,
এক সময় তা অজানায় মিশে যায়,,
মন থেকেই ক্ষমা হয়ে যায়
সব ভুল
সব অপরাধ।।
শুধু রয়ে যায় অভিমান।।
না পাওয়ার কষ্টের মাঝে
করুন যন্ত্রণার অভিমান..।।-
প্রভু,
বুক ভাঙ্গা চিৎকারের কান্না গুলা কেনো পৌঁছায় না তার কানে?
সে কি কোনো দিন ও শুনতে পাবে না?
মনের কথা? কষ্টের কথা? ব্যাথার কান্না?
শুভ জন্মদিন প্রিয়💜-
চাঁদের আভায় ভরিয়া স্মরণে
তারে করি আহবান,
করিয়া সম্ভাষণ,
দাও হে দেখা প্রিয়!
বেদনায় আকুল প্রাণ ত্যাজি,,
তোমারই তরে।।
🖤🥀🖤-
ভালোবাসা কি যদি জানতে চাও,
তবে তারে শুধাও,,
যে মন ভাঙার পর ও
"অপেক্ষায়" আছে।।-
বিশ্বাস করো🥀
কাওকে ভালোবেসে ছেড়ে দেওয়া...
আর
তাকে খুণ করা ,,,
একই কথা ।।🙂-
আমাকে বোঝার চেয়ে,
ভুল বোঝা অতি সহজ!
আর তুমি,,
সেই সহজ পথটাই বেছে নিলে?-
কারে কইবো দুখের কথা
কেহ নাই আপন
ছাইরা মোরে আছো দূরে
কইরা কঠিন পণ!
মন কয় বারে বারে
ও পরাণ বন্দুয়া রে
ফিরা আয়,
তর লাগি পরাণ আমার
উইরা যাইবার চায়।
হারাই গেলে পাইবিনে সখা
দুক্ক করিবি হায়!!-