তোকে নিয়ে যত বলি রয়ে যাবে বাকি
আমাদের কথা শুধু, আলো জোনাকি
কত কিছু রয়ে গেছে, মায়া অভিমান
আমি বলি ফেলে আসা দিন ফিরে আন
আজও যদি এভাবেই চেয়ে বসি আমি
ফিরে দেখ কেউ নেই , মুহূর্তটাই দামী
তুই আমি, আমি তুই থেকে যাবো শোন
আমাদের দূরত্বটা ঠিক কাঁচের মতোন
কতটুকু আমি আছি,কতটুকুই তুই
শত অভিমান ফেলে তোকে এসে ছুঁই
যদি বলি থেকে যাবো,রেখে দিবি মনে?
যতটা আগলে রাখিস তুই প্রিয়জনে..-
24 JAN 2020 AT 23:25
7 MAR 2019 AT 9:36
"मुझे उड़ने दो
खुले आसमान में...
मत बांधो
मेरे परों को...
जी लेने दो
मुझे मेरी जिन्दगी
क्योंकि मुझे तो
स्वयं की ही तलाश है...!
-
15 MAR 2020 AT 16:23
তোর ছবির পাশে দেখি আজ অন্য কারো ছবি...
তোর নামের পাশেও রবে একদিন অন্য কারো পদবী ,
যদিও তুই থাকতে চাস হয়ে শুধুই আমার বান্ধবী ...
তবু রাখবি মনে আজও তোর প্রেমেতেই পাগল ..
এই পাগল প্রেমিক কবি ।।
...শুভ-