QUOTES ON #হাতের

#হাতের quotes

Trending | Latest
19 JUL 2020 AT 18:47

Art and caption by me

-


16 DEC 2018 AT 13:23

রাস্তার ওপারে দাড়িয়েছিলি তুই,
রোদের জ্বালায় ধাঁধিয়েছিল আমার চোখ।।
জিন্স শার্টে মানিয়েছিল ভালই,
কল্পনার সাথে মিলেছিল দাড়িতে ঢাকা মুখ।।আমাদের ছিলনা দামী উপহারের বাধ্য তা,
আমাদের ছুঁতে পারেনি কোনো লোকদেখানো আদিখ্যেতা।।
হঠাৎ করেই যেন হারিয়ে গেল ছকে বাঁধা সময়...
তবুও মন আশ্বস্ত হয়েছিল তোর হাতের আলতো ছোঁয়ায়।।



-


19 JUL 2020 AT 18:45

Art and caption by me

-



এমন রুপকথা শোনাবি আমায়
যা শোনার পর বাঁচতে চাইবো।

"''কাঁদন""

-


17 APR 2019 AT 16:02

যেইদিন আমার হাত চাইলে,বাড়িয়ে দিলাম হাত।নিজেকে করলাম সম্পুর্ণ সমর্পন।
আমার আংগুল নিয়ে চললো তোমার খেলা।
তোমার হাতের উপর হাত রেখে দাদা করলেন সম্প্রদান।
হাতে হাত ধরে আমদের পথচলা।
তোমার হাতেই আমার ভালো মন্দ,
আর বাঁচা মরা।।

-


18 MAY 2018 AT 20:24

হয়তো প্রেম নয়তো বা বন্ধুত্ব
কিছুটা রঙ আর অম্লান হাসি।
আরো কত ভাবেই বলা যায়..
হয়তো প্রেম টা ক্ষণিকের জন্য
কিন্তু বন্ধুত্ব, হ্যাঁ বন্ধুত্ব টাই থাক
আজ আমি ওটাই ভালোবাসি।

-


19 JUL 2019 AT 11:26

হাতের পিঠে হাত রেখে আগলে রাখা প্রেম থেকে গেছে বন্ধ দরজার আড়ালে .....খোলা আকাশের নীচে ওড়বার অবকাশ সে পায়নি .....ভালোবাসায় পরিণত হতে হতে নিয়মের বেড়াজালে আবদ্ধ হয়ে আটকা পড়েছে সে, আর ডানা মেলে উড়তে পারেনি....খেলে বেড়াতে পারেনি এ প্রান্ত থেকে ও প্রান্তে......তবুও মনের গহীনের মন সযত্নে তাকে লালন করেছে......আর অস্ফুটে বলেছে ভালবাসা তুমি এভাবেই ভালো থেকো চিরকাল.....

-