Santigopal Das   (মনের Shorts)
88 Followers · 2 Following

আমি ভীষন হাসতে ভালবাসি, চেষ্টা করেই চলেছি হাসতে।
Joined 19 April 2018


আমি ভীষন হাসতে ভালবাসি, চেষ্টা করেই চলেছি হাসতে।
Joined 19 April 2018
7 HOURS AGO

তোমাকেই চেয়েছি।
অনেক কিছুই পেয়েছি,
তোমাকে কি পেয়েছি?

-


12 MAY AT 20:55

সেই হিসেব কষলে।
যুদ্ধ হতোই না,
আমার সাথে মিসলে।
যুদ্ধ মানে জানো?
কত কাল দেশ পিছোলে।

-


12 MAY AT 20:50

যাবো সেথায়,
ওই পাহাড়ের কোলে।
যেথায় রোজ,
রামধনুরা এঁকে চলে।
তুমিও চলো সাথে,
মনে থেকে সাহস পেলে।

-


11 MAY AT 19:09

জড়িয়ে,
হয়েছি তোমার বখাটে ছেলে।
হতাম আরো ভালো মানুষ,
কান মলা.. আরো সাস্তি দিলে।

-


10 MAY AT 13:48

উত্তেজনায় টান টান।
তবে টানিস না কান,
কান শুদ্ধ ছিঁড়ে আন।

-


8 MAY AT 22:58

তুমি আমার চাঁদ,
তোমায় ধরতে চাইযে রোজ।
তুমি এমন দূরে,
তোমার রোজ পাইনা খোঁজ।

-


8 MAY AT 15:46

তবে কি তোমার হাতছানি।

-


7 MAY AT 23:38

ঋতুর কালচক্রে আমি জীবিত,
জীবিত তোমারই অবহেলাতে।

-


7 MAY AT 22:19

ঋতু বদলায় সে না হয় মানলাম,
তবে মন কি করে বদলায়,
শীত গ্রীষ্ম বর্ষা সে কি করে টের পায়,
না কি খেলার ছলে বদলায়।

-


7 MAY AT 13:39

সেথায় ভালোবাসা নিমজ্জিত।

-


Fetching Santigopal Das Quotes