বিশ্বাস
আশ্বাস দিয়ে বিষের প্রয়োগ,
আজকের দিনে এটাই সত্যি।
-
Santigopal Das
(মনের Shorts)
90 Followers · 2 Following
আমি ভীষন হাসতে ভালবাসি, চেষ্টা করেই চলেছি হাসতে।
Joined 19 April 2018
3 JUN AT 16:52
কোনো এক মিরাকেলেই,
আজ আমি তোমার শহরে।
সম্মুখে দেবে দেখা,
নাকি রইবে আগের মতোই,
অভিমানের চার দেওয়ালে।
-
2 JUN AT 22:22
তোমার দেওয়া ওই ফুলের তোড়া,
আজও রেখেছি যত্নে খামে মোড়া।
ফুল শুকনো হয়ে তুমিও আজ দূরে,
তবু রাখা সব এক এক স্মৃতি জুড়ে।
-
31 MAY AT 14:24
আগের মতো আর এড়িয়ে যেওনা।
এগিয়ে যাও,
আমার থেকে; তবু কম হবে যন্ত্রণা।
-
30 MAY AT 13:43
তুমিও কী ছিলে !
যখন আমি ভেসে উঠি ওই গভীর জলে।
না তুমি ছিলে না,
তুমি শোনোনি মোর আর্তনাদ আর কান্না।
বোবা কেনো তুমি,
আমি ভালো আছি আর অপেক্ষা করোনা।
-
28 MAY AT 21:28
এক বিছানায় শুয়ে শুধু শরীরই না,
মনের দু পাশে আয়ু বাড়ে,
সত্যিই বলছি এটা স্বপ্ন দেখা নারে।
-
28 MAY AT 14:06
এ জীবন; ঠিক পাল তোলা নৌকার মতো।
যত দিন যায়,
সময় ঘনিয়ে আসে জীবনের গন্তব্য তত ।।
-