Ekta Kundu   (একতা কুণ্ডু ( ইচ্ছেমতি))
41 Followers · 18 Following

জীবন কে রোজ নতুন ভাবে ভালোবাসি
https://www.instagram.com/im_ecchemoti
Joined 10 September 2018


জীবন কে রোজ নতুন ভাবে ভালোবাসি
https://www.instagram.com/im_ecchemoti
Joined 10 September 2018
11 FEB 2022 AT 20:52

আমাদের একটা সংসার হোক।
যে সংসারে আঙুলে হলুদ লেগে থাকবে।
একটা অগোছালো "তুমি" থাকবে।
খুনসুটি থাকবে,মনখারাপে-
বুকে টেনে নেওয়া থাকবে।
আয়নায় লাল টিপ থাকবে।
শরীরে সোহাগ লেগে থাকবে।
একচিলতে বাগান থাকবে।
টুকরো অনুভূতিরা দেওয়াল জুড়ে থাকবে।
এভাবেই একটা কাব্য লেখা হবে দেখো!
যার নাম হবে -"অমলতাস আর কৃষ্ণচূড়ার গল্প"!
— % &

-


23 SEP 2021 AT 12:27

ঠোঁটের কোনে আবহবিকার
শ্বাসনালীও স্তব্ধ,
আঙুল করে কথার খেলাপ
আজ মন আমার প্রতিশ্রুতিবদ্ধ।

-


19 FEB 2021 AT 16:14

Broken heart+Big smile on your face = Maturity

-


19 FEB 2021 AT 1:18

বাসে উঠে জানলার সিট এ বসলো মিঠাই। না আর ফিরে তাকায়নি সে... বুক ফেটে যাচ্ছিল। চোখ থেকে জল গাল বেয়ে গড়িয়ে পড়লো। কিন্তু তাও সে ফিরে তাকায়নি।

-


14 SEP 2020 AT 15:13

নদীর স্রোতে চলছে ভেসে তোর ছোট্ট নৌকাখানা;
পথচলা টা একটু কঠিন তবুও হাল ছাড়তে মানা,
টাল মাতালি জলের দাপট, নৌকাডুবির ফন্দি
লাফ দিলেই পার পাবিনা! তুই যে শিকলে বন্দী
কখনো জীবন নদী শান্ত হয়ে যাবে, তুই পাবি স্বর্গ বাসের টোপ..
কখনো আবার পাল ছিরবে থাকবে শুধুই দমকা হাওয়ার কোপ।
বৈঠা বাওয়ার ক্ষমতা শেষ? হাল ধরে থাক
ভাগ্যে লেখা যেথায় আছে জীবন নদী নিয়ে যাক।




-


28 JUN 2020 AT 13:56

Dad,
I keep thinking about you even though it pains.
I'd give anything to relive those memories again..

-


21 FEB 2020 AT 12:02

যেটুকু লিখি, যাই লিখি বাংলাতেই লিখি।
"বাংলা" নিয়ে লিখতে গিয়ে কেমন গুলিয়ে যাচ্ছে, যেমন মা নিয়ে লিখতে গেলে হয়...
ওদের রক্তে ছিল ভালোবাসা,
বুকের মাঝে বাংলা টান,
ওরা " bong" নয়, বাঙালি।
জানাই বাংলা ভাষার একুশ সেলাম....

-


23 JAN 2020 AT 11:36

মৃত্যুর পরেই বেশি বেঁচে থাকা যার;
তুমি অপর নাম, স্বাধীনতার..
তুমি নেই বলেই অলিতে গলিতে বুড়োগান্ধীর ঢল,
তুমি নেই বলেই আজ রাজনীতির এত বল...
কে বলে তুমি নেই কে বলে তুমি মৃত!!
আজ প্রত্যেক বাঙালি তোমাকে নিয়ে গর্বিত।

শুভ জন্মদিন বীর।🙏

-


22 JAN 2020 AT 20:20

আমার উদাসীনতার কারণ তুমি আর এখন তুমি উদাসীন??
অবশেষে নিজের কাছে হার মেনে নিলে বলো? তুমি তো হারতে নয় জিততে এসেছিলে তাইনা? ভালোবাসায় হার জিত খুঁজতে গিয়ে আমাকেই হারিয়ে ফেললে।

-


18 JAN 2020 AT 22:44

প্রতারক করবে না তোমাকে অভিমানী,
অন্ধকারেই সেই করে বেইমানী।
বেইমানের হয় না কোনো জাত,
দ্বিধা করবে না সে প্রয়োজনে ছাড়তে তোমার হাত..
চিত্ত তোমার বেইমানের ঋণ,
কিঞ্চিৎ সত্যটা বড়োই কঠিন।।

-


Fetching Ekta Kundu Quotes