QUOTES ON #স্বল্পপ্রচেষ্টা

#স্বল্পপ্রচেষ্টা quotes

Trending | Latest
15 JUN 2020 AT 23:28

সমাসের ছাঁচে বাক্যরূপ প্রবাহ ক্ষণিক বিরত !
অপিনিহিতির আঁড়ি, চোখের জলে ভারি,শব্দের কলহ নিয়ত ।

-


25 JUN 2021 AT 21:58

তুমিই একাকীত্বের সঙ্গী হয়ে
গেঁথে দাও মায়া,
দিনশেষে একলা হয়েও
তুমিই নীরব ছায়া।

-


28 NOV 2019 AT 15:34

মানুষের মধ্যে নাকি ভগবানের বাস...
বলবে আমায়,
ওই মানুষ টা পাবো কোথায়?

-


16 DEC 2018 AT 23:20

Zindegi tere se aj suru hai, sayed khatam tere se hi kal hogi...💙

Zindegi k har ek panno mai likha hai, tere jaisa aur na koi khusi degi...❤️

Mukurano ki waaja jab se tum ho gayi ho, maine khud ko kho diya...💚

tum mujhe dhoond lena, kiu ki aab tum meri duniya ho, yeh samajh liya..🖤

Teri har ek khusi k badle mai, mera jaan bhi hazir hai...💜

Lekin yeh soch kar ruk jaata hu, abhi to tere sath chalna baki hai..💛



-


9 NOV 2017 AT 1:39

তোমায় হৃদ মাঝারে দেখেছি প্রিয়া,
ভালোবেসেছি তোমায় মন দিয়া।
তোমার হাসির স্নিগ্ধতা মেখেছি আমি,
তোমায় দেওয়া মুহূর্ত আমার কাছে দামি।
মনে রেখো বন্ধু, তবু একটিবার মনে রেখো,
স্বপ্নের আঁখিতে কখনো একটিবার দেখো।
দিকদিগন্ত তে তাঁরাদের মাঝে তোমায় আঁকি,
বাস্তবতা নাকি কল্পনায় তুমি দিচ্ছ ফাঁকি??

-


4 NOV 2017 AT 2:16

একলা মন আজ একলা থাকতে ভালোবাসে,
বন্ধুত্বের ভিড়ে তোর সুন্দর মুখটা মাঝে ভাসে।
রাতের আঁধারে বসে বসে ভাবি তোর কথা,
ফিরবি না জানি, তাও এত কেন ব্যস্ততা?
লুকিয়ে রাখা গভীর বেদনাগুলো বলতে চাই তোকে,
চোখের অশ্রুতে লুকিয়ে আছে খুুঁজে নিস তাকে।
তোর আড়াল চোখে আমার দিকে চাওয়া,
তোর হাতের উপর আমার হাত দেওয়া।
তোর না বলা কথাগুলো হঠাৎ করে বলা,
সুখদুঃখের মাঝে তোর সাথে পথ চলা।
বাদ রাখে নি কিছুই,  যত্নে করেছিলাম আদর,
ভালোবাসায় দিস নি আমায় কোনোদিন কদর।
বিচ্ছিন্ন আজ আমরা একেবারে সময়ের সাথে,
বাঁচার চেষ্টায় আমি ক্লান্ত ,কারণ স্মৃতিটা আজও গাঁথে।

-


27 OCT 2017 AT 3:40

কিছু কথার ভাষা গেঁথে থাকে মনের খাতায়,
ভালো মন্দ নিয়েই জীবন চলে এক উন্মুুুক্ততায়।
বুক ভরা কিছু দুঃখ যেমন মনের কড়া নাড়ে,
বন্ধু হয়ে কিছু সুখও আসে ঘুমন্ত স্বপ্নের দ্বারে।
সবাই সমান ভাবে সচল নয়, এই আধুনিকতায়,
নিজের মূল্যটা সজাগ রেখো ধারালো তিক্ষতায়।
মানবিক জগতে অদ্য যেনো দুঃখ বাতাসে ভাসে,
হাসির ছলে দূর হবে, সুখ-আনন্দকে  টেনে কাছে।
জীবন বড়োই মধুর, শুধু চাই কিছুটা উপলব্ধি,
আঁধার ঘুচবে বন্ধু, হবে একদিন মনের প্রকৃত শুদ্ধি।
বিশুদ্ধ মন উজার করে বেঁচে থাক বারংবার,
কভু না কভু দেখা হবে তোর সাথে আমার আবার।
হৃদয়ের সাথে হৃদয় জুড়ে তোকে আমার সাথে বাঁধায়,
ভুলিও না বন্ধু, হে বন্ধু বিদায়.............

-


1 SEP 2017 AT 19:05

রঙিন আলোর মতো সঞ্চারিত হয়েছিল আমার মনে,
সুন্দর উদ্ভাবনায় প্রকাশ হয়েছিল আমার জীবনে।
আজ তোর কারণে আমার মন সম্পূর্ণ নিশ্চুপ,
পাল্টানো সমাজের মাঝে ভাবিনি দেখবো এই রূপ।
মন ভাঙার শব্দটা পাবি না শুনতে তুই,
অশ্রুতে জীবন্ত আছিস, আর কিছুতে নেই।
না বলা কথাগুলো আজ বদ্ধ হয়ে আছে মনে,
প্রকাশ করা হয় নি কারোর কাছে এই ক্ষণে।
আলাদা ভাবে পৃথিবীকে দেখলাম, করলাম উপলব্ধি,
নিজস্ব পরিবর্তনের মাঝে চিন্তাধারার হোক শুদ্ধি ।
পাশে থাকাটা দরকার, হাতে হাত রাখাটা দরকার,
বিশ্বাস,ভরসা জন্মালে ঘুচতে বাধ্য সেই অহংকার।


-


27 AUG 2017 AT 0:38

বড্ড মনে পড়ে রে তোর কথাগুলো মাঝে সাঝে,
লুকিয়ে রেখেছি তোকে বইয়ের পাতার একটা ভাঁজে।
কখনো তোর হাতের স্পর্শটা যেমন দরকার থাকতো
ঠিক তেমনিই তোকে,পাশে থাকাটা দরকার আমার লাগতো
জীবনের অনেক সুখ-দুঃখ তোর সাথে কাটিয়েছিলাম,
আজ সবই তো ইতিহাস, চোঁখের জল ফেলে কি পেলাম।
মনের গভীরে লুকিয়ে রাখা সেই কথাটা,
আজও তোকে বলা হয়ে ওঠা হয়নি বাস্তবিকতাটা।
তুই বুঝবি না, হয়তো বা বুঝলেও আবার ভুলটা হতো,
তাইতো দূরে সরে গেলাম ,মাথাটা করে নত।
জানি আমার জন্য অনেক দুঃখ পেয়েছিস হয়তো,
বিশ্বাস কর, ভালোবাসা টা সত্যি ছিলো তাই আজও ব্যথিত
তুই ভালো থাক, সুখে থাক এতটুকুই তোর কাছে চাই,
নেই বা মনে রাখলাম একেওপরকে, স্মৃতিতে বেঁধেছি তাই।








-


8 DEC 2017 AT 1:40

মেঘের ভিড়ে ঘিরে থাকা তারাদের মাঝে চাঁদের শুভদৃষ্টি,
আঁধার ছুঁয়ে আলোর অপরূপ দর্শন এক অদ্ভুত সৃষ্টি।
তৎক্ষণাৎ পিছনে ফেলে আসা কিছু স্মৃতির হয় আবির্ভাব,
প্রকৃত সমাজের বুকে পাওয়া যায় কিছু ভালোবাসার স্বভাব।
আশার মরণে শোকাহত প্রানের বেড়ে চলেছে ক্ষুধার্ত,
নেশাগ্রস্ত মানব জীবনকে বাঁধিয়া রেখেছে কিছু শর্ত।


-