নিরালা কেবিনে একলা সেদিন
পেয়ালা হাতে ; বসেছিল সে,
নিঝুম রাতে স্বপ্নে বিভোর
আবছা স্মৃতিই মোর ভরসা যে।
চায়ের পেয়ালায় পেঁচানো ধোঁয়ায়
নিমেষে থমকে গেছিলো তার ছায়া,
ক্রমেই সে স্পষ্ট হয়ে
এগিয়ে এসে গড়েছিল রঙ্গীন মায়া।
মুহূর্তের ভাবনায় উবে গেল সে
যদিও ফেলে আসিনি উপেক্ষায়,
আজও আমি দিন গুনি
তোমার ফেরার অপেক্ষায়।
-
যদিও সে ক্ষতবিক্ষত বৃক্ষ আজ
চৌচির হয়েছিল কোনো এক ঝড়ে,
সমস্ত আশার পশরা সাজিয়েও
কৃত্রিম স্বপ্নে জড়িয়ে সেও সেদিন পড়ে।
ভাবেনি সেদিন মায়াবী আলোও
বলবে পিছে ক্ষণিকের দীর্ঘস্থায়ী,
বাস্তব যেন আবারও কানে কানে বলে
শোন সবই " শীতের মতোই ক্ষণস্থায়ী"।
-
অতিশয় আবেগ যদি আঘাত হানে,
তবু বেলাশেষে তোমার স্মৃতির পাতায় বাঁচতে চাই।
-
নিরালা কেবিনে একলা সেদিন
পেয়ালা হাতে ; বসেছিল সে,
নিঝুম রাতে স্বপ্নে বিভোর
আবছা স্মৃতিই মোর ভরসা যে।
চায়ের পেয়ালায় পেঁচানো ধোঁয়ায়
নিমেষে থমকে গেছিলো তার ছায়া,
ক্রমেই সে স্পষ্ট হয়ে
এগিয়ে এসে গড়েছিল রঙ্গীন মায়া।
মুহূর্তের ভাবনায় উবে গেল সে
যদিও ফেলে আসিনি উপেক্ষায়,
আজও আমি দিন গুনি
তোমার ফেরার অপেক্ষায়।
-
যদি নারীর রুপে মুগ্ধ হয়ে
এগিয়ে এসো গোলাপ নিয়ে,
হয়তো ফিরবে জেনেও
আগলে রাখো দু হাত দিয়ে।
দুর্বিষহ যাত্রাপথে
আঁখি আজও তারে চায়,
দু দিনের সংলাপে
ইতির গল্পে আজও তারই পায়।
-
শুন্য থেকে শুরু যখন
কিসের এত অহংকার,
কালের শেষে চূর্ণ সবই
সংকল্প হোক পরোপকার।
সকলকে ইংরেজি নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। বড়োদের প্রণাম ও ছোটোদের জানাই আমার হার্দিক ভালোবাসা ও অভিনন্দন।
-
বছর শেষে দাঁড়িয়ে আজ
অপেক্ষায় আরও এক বর্ষ,
নব পল্লব জাগবে আরও
যদি লক্ষ্যে থাকো দুর্ধর্ষ।-
ছোবল আজ রাজ্যদুয়ারে
যদিও মানুষ ভ্রুক্ষেপহীন,
ওমিক্রণের থাবায় কাবু
শিক্ষার আঘাতে ভবিষ্যত উদাসীন।
প্রথম ছোবল শিক্ষায় এখন
কি আর হবে পড়ে,
চপ শিল্পেই নিশানা যখন
শিক্ষক কি আর ছাত্র গড়ে?
শিক্ষা আজ দুমড়ে মুচড়ে
উথাল পাথাল বেকারসমাজ,
ফোনের ওপারে নেশায় বুদ
শিক্ষা-দুয়ারে সাক্ষাৎ ফাঁকিবাজ।
ভোটের বাজারে, মিটিং- মিছিলে
কেউ মারে না ছোবল,
স্কুল কলেজে পড়তে গেলেই
সংক্রমণ হচ্ছে ডবল।
দিনের পর দিন লকডাউনে
সবই সচল একাধারে,
ক্ষুধার্তকে অচল করে,
ধুঁকছে এরাই অনাহারে।
-
আজ উদাত্ত কণ্ঠে অনাথের কাননে
ফুলের পাঁপড়ির ভাঁজে,
দ্বার খুলে প্রেমের নিবেদন রাখো
গোপন রাজকুমারের সাজে।
মিলবে না সাড়া যদি জানো
তবুও এসো অতীত জেনে,
বক্ষ মাঝারে গড়ব সেতু
তোমার আমার সর্ব মেনে।
-