Deep Das   (Deep Das)
539 Followers · 502 Following

Love all I need ❤️🙃
Joined 26 August 2017


Love all I need ❤️🙃
Joined 26 August 2017
9 MAY 2024 AT 23:53

কিছু কথা......

-


4 MAY 2024 AT 23:56

সময়ের সাথে সাথে কত কিছু পাল্টে যায়,
কান্না পায় সময়ের সাথে আমি হেরে শুধু যায়।
যখনই কিছু পেতে চেয়েছি , খুব করে চেয়েছি
সেটাই ফাঁকি মেরে আমার থেকে দূরে সরে গিয়েছে।
বড্ড কষ্টের মধ্যে জীবন চলে কাউকে বলার মতো নেই,
আমি একা , আমি বড্ড অগোছালো হয়তো নিজেরই মনে নেই।
তাই হয়তো সবকিছু পাল্টে যায় আমার জীবনে,
ভেঙে পরাই হয়তো জীবনের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ভুবনে।
তাই মেনে নিয়েছি সবাই ভালো আমি হয়তো ছিলাম খারাপ,
নিজের মনের আকাশ যেন মেঘ করে বর্ষণ করছে শ্রাপ।
আজকাল এই সময় নিজের উপর বিশ্বাস চেয়েছে ক্ষয়ে,
মানতে পারি না অনেককিছু যা ছিলো সময়ের সাথে বয়ে।

-


12 OCT 2023 AT 3:09

মানুষ যখন ক্ষত হয়ে আশ্রয় খোঁজে ভালোবাসার আঁচে,

ক্ষীণ মুহূর্তের জন্য আনন্দে আড়ম্বরে তার প্রাণ বাঁচে ,

সে জানে ভবিষ্যত ম্লান হয়ে গেছে বর্তমানের কাছে,

শুকনো গোলাপ বেচেঁ আছে আজও ডাইরির ভাঁজে,

সে বোঝে সময় থমকে গেছে সেই মৃদু হাসির টানে,

তাইতো তোমায় উপহার দিয়েছি ভালোবাসার এই গানে,

সুখের আস্তানায় সে আজও বারংবার ফিরে চলে আসে,

কখনও হারিয়ে যেও না নিজেকে হারিয়ে যাবার ত্রাসে।

যেখানে জমে আছে ধুলোমাখা কত ভালো-মন্দ স্মৃতি,

হয়তো পাল্টে যাওয়াই  এটাই এই সংসারের নীতি।

-


27 FEB 2023 AT 1:52

Sitaroon se bhara ek Raat Ho,
Badal o se Saja khula Akash ho,
Kale Kale ghane Badal mein,
Ek khubsurat sa mera Chand Ho,
In Lamho main hum tum kho jaye,
Samay yuhi sath rehe ke behta Jaye,
Samundar ka kinara ho najara,
Dil main khamoshiya ho bhara,
Sabse sundar pal wohi hai yaara,
Jismein yah sab kuch ho saraa...

-


29 JAN 2023 AT 15:24

Teri akhon main meri chehra sayed basti hain,

Tum yuhi Kamal karo mujhe behal banane main.....

Tum sayed kho gaye the iss jalim si vir main,

Aur Meri dhoond ne ki wajha ban gayi is jahaan main...

Dil ko sukoon Milne ke talash main hu tere sath har waqt,

Aise hi to achi ho tum , nehi koi tumse ab yeh sikhiyat....

-


25 OCT 2022 AT 15:37

Aaa jao meri bahoon main tum
Sukoon se tumhe dekhloon Zara
Phir tumhare Bal silha du samne se
Bahoon main jakarloon tumhe Zara
tumhare pyari si hotoon ko chum lu,
Aur Dhire se kanoo main kahee du
Tumse mohabbat Hain ha .....
Baas tumse haa.. tumse hi haaaaa ..

-


25 OCT 2022 AT 0:39

Sitaron se bhara ek Raat Ho,

Badalon se Saja khula Akash ho,

Kale Kale ghane Badal mein,

Ek khubsurat sa mera Chand Ho,

Jara socho Tum... thoda soche hum,

Samudra ka kinara ho najara,

Dil main khamoshiya ho bhara,

Sabse sundar pal wohi hai,

Jismein yah sab kuch hai....

-


13 JUL 2022 AT 21:34

সেই আধপাগলা ছেলেটি মিষ্টি মেয়ের পড়লো প্রেমে,
জানিনা কেন তাঁর প্রতি নিজের আকর্ষণ চললো বেড়ে,
পারেনি সে বলতে তাঁকে  তার প্রতি গহন টানের কথা,
মাঝে মাঝে একলা চাহনিতে সে জীবনের ভুলতো ব্যথা।
এক নিশিতে সে তাঁকে তাঁর মনের সুপ্ত কথা দিলো বলে,
ভালো থাকার আনন্দে সারাটাদিন দুজনের জীবন চলে।
স্বল্প সময়ে ভালো সময়ের সাক্ষী তাঁরা হয়েছে এই সংসারে,
যত্নে বাঁচা ক্লান্ত মন দুটি পাশে এসে নিঃশাস নেয় আদরে।
আজ ভালো আছি- এই ভেবে জীবন চলছে চলুক সময় ঘিরে,
কাল কেই বা দেখেছে- হারিয়ে যাবো কোনোদিন অচেনাদের ভিড়ে।

-


24 MAY 2022 AT 3:27

একই আকাশের নিচে তুমি আমি বহু দূরে রয়ে যাই,
ছোট্ট আশায় মনে ভালোবাসায় আকড়ে ধরে রাখতে চাই।
কিছু অনুভূতি থেকে যায় সংগোপনে মিথ্যে সংসারে,
ভাবলে পরে তোমার কথা কেন আঁখি ভেজে আঁধারে?
জানিনা কেন পাশে থেকেও খুব করে তোমায় পড়বে মনে,
ভালো থেকো শ্রেষ্ঠ ভালোবাসায়, এই বলে যাবো চলে......

-


13 MAY 2022 AT 13:09

কিছু কথা আছে। শুনবে???

Read the caption pls

-


Fetching Deep Das Quotes