চোখের চাউনি তোমার মায়াবী
তুমি যেন এক কাজল নয়না হরিণী।
ছিলে হৃদয়ে আর নিঃশ্বাসে!
আর ছিলে তুমি আমার স্বপ্নচারিনী।
তোমায় ভেবে আকুলতাই হারাতাম!
আমার প্রেম বনের তুমিই হলে মালিনী।-
হলদে শাড়ির ভাঁজে, তুমি মিষ্টি হাসো লাজে, যখনই...
মন লাগেনা কাজে, আমি ভাবি আজেবাজে, তখনই...
তোমায় একটু ছুঁতে চাই, তোমার গন্ধ পেতে চাই,
আমার বেহায়া এই মন, তোমার সঙ্গে যেতে চাই,
তুমি হাত বাড়িয়ে ডেকো আমায়, স্বপ্নচারিণী...
মনের কথা মনে রেখে তুমি হওনা, অভিমানিনী...-
কেন তবে ,স্বপ্ন বাঁচায়,
মন যে হারায়,অচেনা দিগ্বলয়,
তোমার খোঁজে, বিস্মৃত কল্পনায়,
সব কিছু অসিম, যে ফুরায়,
জানিনা কেন তবে,স্বপ্ন বাঁচায়,
মন যে হারায়,অচেনা দিগ্বলয়।
ভেবে বেছে, দিনের শেষে, সব কথায় ই জেন,
নির্জনে, নিঃসংগে, সব কথায় ই মেন,
তবে রবে, আঁখি তরে, সব বর্ষায় ই কেন,
নিষিক্ত, নিরুপায়, সব মেঘচেতন ই যেন,
এই মন কে, আর কে বোঝায়,
সব হারিয়ে, সব খুঁজে পায়,
বুঝিনা কেন তবে,
স্বপ্ন বাঁচায়,
মন যে হারায়,অচেনা দিগ্বলয়।
কিবা রবে, তুমি রাখবে, স্বর্ণ খাঁচায় যে তাকে,
ভাবনায়, যাচনায়, জগৎ থেকে আলাদা ই,
কত কিছু, উঁচু নিচু, ভাবতরঙ্গে যে বাঁকে,
জীবন, অনুভূতি, সকল মায়া তে মাখামাখি,
এই মন কে, আর কে বোঝায়,
সব হারিয়ে, সব খুঁজে পায়,
বুঝিনা কেন তবে,
স্বপ্ন বাঁচায়,
মন যে হারায়,অচেনা দিগ্বলয়।-
কবিতা তুমি স্বপ্নচারিনী জানি
উপন্যাসে দেখিনি তোমায়
তবুও আমার মাতাল চোখে
স্বপ্ন সাজাও তীব্র ব্যাকুলতায় ।
স্বপ্নচারিনীর স্বপ্ন চুরি
লেখা এক প্রহরের উপন্যাসে
তবুও আমার স্বপ্ন দুটি চোখে
ভালোবাসা চাও ঘুমের ঘোরেতে ।।-
কল্পনার সেই ক্যানভাসে
যে মেয়েটি রোজ হাসে,
লাল রঙা ঠোঁট তার
চাঁদ পানা মুখ,
অ্যালার্জির অত্যাচার
পায় নাকো সুখ।
-