We love each other , endlessly deep
Yet a fragile glass stands , secrets to keep
I reach for your warmth , you reach for mine
But the wall turns touch to a silent sign
At times it fades , I hold you near
A fleeting embrace , both precious and clear
Then it returns, that cruel divide
Love so close—yet locked inside
We love each other , more than words can say
A bond of fire that never fades away
Yet between our hearts a clear wall stands
A fragile glass built by unseen hands
I see your eyes , they mirror my soul
But touching your skin is never whole
Fingers collide on the other side
Yearning to break what fate supplied
Sometimes the glass grows thin as air
I hold you close, I feel you there
Your whisper drifts, your breath I find
For a fleeting moment, hearts entwined
But soon it hardens, cold and tall
And silence echoes between us all my
So near to love, so far to stay,
A wall of glass keeps us this way.
Still hope survives, a shining flame,
One day this barrier won’t remain.
We’ll cross the glass, no more apart,
Forever together, that's my heart to your heart.
-
বৃক্ষ হয়ে ছায়া দিয়েছি , মৃত্যুর পরিবর্তে ।।
বলেছিলে তুমি
মিশে যাবে একদিন শিরায় শিরায়
ভেবেছিলাম আমি
তোমার শুধু ভালোবাসা চায়
তারপর থেকে ক্রমশ হৃদয় দিয়ে
হাত দিয়ে ভালোবাসা ছুঁতে না চেয়ে
স্বপ্নেরা উড়ে যায় পাখি হয়ে
নির্লিপ্ত জীবন , ভেসে যেতে চায় অবেলার হাওয়ায় হাওয়ায়
ডাকবাক্সের বুকে কত চিঠি জমে যায় , তবু তারা হৃদয়ের ঠিকানা পায়না
যদি বলি ভুল , তবুও হবে ভুল — হয়না তোমার কোনো তুলনা
অনুভবে রাখো যদি চুপিসারে
পাথুরে মন , মোমের মতই গলে
এই রাতের কোলে
সূর্যের থেকে বহুদূরে থেকেও — নক্ষত্র নেভে-জ্বলে
তবু স্নিগ্ধতা থেকে যায় আকাশে
কেও কেও তারা গোনে অভ্যেসে
চেষ্টা করলেও অবকাশে
সব তারা একসাথে গোনা যায়না
বিষাক্ত শহুরে , এক নীলাভ কালো ধোঁয়ায়
কত চোখে , চোখ রেখে খুঁজেছি শুধু তোমায়
তিল থেকে তাল হওয়া অপূর্ণতা
শুধু তোমাকেই পেতে চাই
মিশেছো অবশেষে শিরায় শিরায়
নদী হয়ে বয়ে গেছো হৃদয়ের মোহনায়
তোমার পরশে বিষন্নতা
পর্যায়ক্রমে পুড়ে ছাই
-
যদি বলতে কিছু চাও
তবে একটু স্থির হও
না বলা সব কথাগুলো
এই হৃদয়েই ঢাকা দাও
যদি কিছু বলেও , থেকে যায় আরো বলতে কিছু বাকি
অন্ধকারের অভিমান ভাঙে ছোট্ট এক জোনাকী
হৃদয় থেকেও দূরে গিয়ে যদি কখনো লেখো চিঠি
পর্যাপ্ত ভূমিকায় ...
এমনি অনেক কথা থাকে অযথায়
যদি লিখতে ইচ্ছে হয়
তবে না বলা সব কথাগুলো , এই হৃদয়েই ঢাকা দাও
তবে লিখে রাখো এই রাতগুলি ,
অন্ধকারে উষ্ণতা ছোঁয়া ক্লান্তির রং তুলি
যদি ভালোবাসার কথা বলি
চেনা-শোনা স্বপ্নকে গ্রাস করে অদৃশ্য চোরাবালি
যত দিন কেটে যায়
আবদ্ধ মন সংগোপনে
পরিপূর্ণতা পেতে চায়
কত রাত আসে যায়
নীরবে আচ্ছনতায়
নিকোটিন ঠোঁটে ব্যথারা , অপার্থিব মুহূর্ত চেনায়
আমাদের স্বপ্নগুলোতে ঘুন ধরেছে ধূসর অবেলায়
আমাদের আকাঙ্ক্ষা লুটিয়ে পড়েছে জমকালো পিচ রাস্তায়
তবু ছুটে যায় , বাঁচাতে সময়
আর একবার দেখতে তোমায়
ওই মুখ , ওই চোখ
বিষন্ন হৃদয়ে
গতকাল ও চেয়েছিলে রাখতে আমায়
তবে আজ কি এমন দায়
বাঁচাতে সময়
পরিপূর্ণতাকে , সাক্ষী রেখে
কতকাল আর পোড়াবে আমায় ?-
সুখের অনুভূতির অবস্থান হৃদয়ে
তবু কত জনের চোখে , আর তা ধরা দেয়
সুখের খোঁজে অনেকসময়
মানুষ , স্বপ্নও পাল্টায় ।।-
যেতে পারি , কিন্তু কেন যাবো
পেয়েছি যা তা কেন হারাবো
অদৃশ্য সেই অনুভূতির তার
একতারার ওই একটি তারে বেঁধে দেবো
মন হারাবো আবার যদি তোমার ইচ্ছে হয়
দ্বিগুণ প্রেমের আটলান্টিক , আমাদের তৃষ্ণা গিলে খায়
এই চলার পথে যদি বন্ধ হয় দুটি চোখ
বলো কি করে থামাবে সময় ?
এইতো সেদিন তুমি প্রেম লিখেছিলে
ভালবেসে দুই হাতে ধরা দিয়েছিলে
তখন ও থামেনি সময় , প্রসারিত সংশয়
ভালোবাসলেই , মনে হারিয়ে ফেলার ভয়
সেই ভয় যখন মুখোমুখি হয়
তোমার জ্বালানো প্রেমের আগুন
অনু পরমাণু জুড়ে বিক্ষিপ্ত এক প্রলয়
মাদকতা ছড়ায় তোমার নামে
এই আলিন্দ থেকে নিলয়
মনে হয় পৃথিবীতে তুমি শেষ আশ্রয়
একদিন মুছে দেবে তুমি , ভুলে যাবে এই পৃথিবী
নির্ঘুম রাত তবুও আঁকে শুধু তোমার-ই জলছবি
এক আকাশ নক্ষত্রের মাঝে লুকিয়ে দেখবো তোমায়
তুমি কি পাবে তখন একটু নক্ষত্র গোনার সময়
তখনো যদি সময় না পাও
তবুও যদি তুমি আমায় ভাবতে চাও
তারা হয়েও শুধু তোমার রবো
তোমার ইচ্ছেই যেতে পারি , কিন্তু কেন যাবো ।।-
ভেবেছো কী , যদি কখনো এমন হয়
তুমি আমি
মিশে গেছি
কায়া থেকে ছায়া হয়ে
একসাথে দুজনায়
আলো থেকে কালো হয়ে
ঘর বাড়ি বহু দূরে
তোমার ঐ দুটি চোখের নীলিমায়
তুমি ভেবেছো কী
মন ছুঁয়ে প্রতিদিন ফিরে আসি
এত কাছে এসেও কেন দাও ফাঁকি
ভালোবাসা ছোঁয়াচে , তবু এই অসুখেই রব সুখী
মেঘেদের অভিমানের নাম বৃষ্টি
তুমি মিষ্টি , অপ্রকাশিত স্থিতি
নির্ঘুম রাতে তুমিই স্বপ্নের মাপকাঠি
আঁধারের সম্বল জোনাকী
এক তৃষ্ণাক্ত আসক্তি
ভেবে দেখেছো কী
প্রতি প্লটে কেন তোমার নাম
সুপ্ত অনুভূতি কেন তোমাকেই চাই প্রতিক্ষন
প্রক্রিয়া থেকে প্রতিক্রিয়া বৃথা সময়ের পরিক্রম
খুঁজি শূন্যতায় পূর্ণতা , বাড়ে ভালোবাসার ওজন
ধরো যদি হতো এরকম
যদি আমি হতাম তোমার একমাত্র প্রিয়জন
ভালবাসতেনা কী তখন ?
নাকি করতে না অনুসন্ধান ???-
থেকে যদি বলে কেউ আর ডেকোনা
প্রয়োজনে আর মনে রেখোনা
প্রিয়জনের কথা কি আছে বলার
নিশি-লোকে চাঁদ , তবু আলো সয়না
সব ভালো একসাথে ভালো হয়না
মন্দের অনুগামী , কথা রাখেনা
মানুষেরা ভেবে-ভেবে ফানুস ওড়ায়
নিয়ন্ত্রণে সব ঘুড়ি দিশা মানেনা
পার্থক্য ছেড়ে বৃথা দ্বন্দ্ব মিছিল
সংগ্রামে , স্লোগানে নৈতিক গান গাই
তাও যদি একসাথে চৌরাস্তায়
স্বার্থ ছাড়া কেউ করতো বাঁচার লড়াই
তার চেয়ে বেশি ভালো নিঃস্ব হয়ে
ফুরিয়ে যাক জীবনের বাঁচার আশা
ভাগারের সন্ধানে শকুনের দল
খুঁজবে কোথায় বলো ভালোবাসা ?
কখন যে , কে কার মনে স্থান পায়
কেউ চোখে , চোখ রেখে প্রেম পেতে চায়
অনুকম্প মিশে রক্তচাপে
কিছু কিছু কবিতা বিপ্লব খুঁটে খায়
মন তবু মানে না , শুধু তার ভূমিকায়
দেহ থেকে ছায়া কেন বড় হয়ে যায়
নিঃশ্বাসে প্রশ্বাসে মিশেছো তুমি
বয়ে গেছো নদী হয়ে ঝর্নাধারায় ।।-
হঠাৎ যখন বৃষ্টি নেমে আসে
দিগন্তে মেঘ , মেঘের পাশে
বৃষ্টি যখন স্পর্শ পেতে চাই
পৃথিবী তখন এমনি ভিজে যায়
আবছায়া ঘন বৃষ্টির দিনগুলি
ছবির স্বার্থে অপ্রয়োজনীয় রং তুলি
অকারণে ভিজতে চায় মনের চোরা গলি
মেঘের কাছে তোমার কথা বলি
ছাদের ওপর ক্লান্ত দাঁড়িয়ে আমি
বৃষ্টি ভেজায় দুচোখের জমা গ্লানি
মনে হয় ফের অনেক নীচে নামি
যদি শোনা যায় তোমার প্রতিধ্বনি ।।
-
যেদিন চোখে , চোখ রেখেছিলে ভীষণ
আজ সে চোখে বৃষ্টি নামে , স্নিগ্ধতম মন
ভালোবাসা ফুরিয়ে অনুভূতির হাতটান
বিষাদের সুর গাইতে শেখায় , তোমার নামে গান
নির্জন পথে হাঁটি আমি , একলা প্রতিদিন
পাবার ইচ্ছে ষোলআনা কিন্তু তোমার ইচ্ছে ক্ষীণ
রয়ে গেছে আঁধারে মেঘে ঢাকা স্বপ্নের দল
ভাবলে পরে একটু - আধটু , অবুঝ চোখেই জল
হৃদয় জানে—ভালোবাসা দীর্ঘস্থায়ী হতে চায়
হয়তো আমার , তোমার মনে অবশিষ্ট জায়গা নাই
অমলিন চোখে তৃষ্ণা হাজার বিক্ষিপ্ত শোকে
ভালোবাসা কবে জীবিত হবে অদৃশ্য হেমলোকে ? ? ?-
Once , you were just love for me
But nowadays you've become like medicine ...
Seeing you eases the pain , and speaking to you
soothes the ache ... ।।-