আজও ভালোবাসি। শীতের সকালের ঐ সোনা রোদের মত
কুড়িয়ে নিই, উষ্ণ ছোঁয়া, অভিমানে গড়িয়ে যায় যত।
আষাঢ়ের প্রথম বৃষ্টিকণায় যত প্রশান্তি থাকে মিশে,
লেগে থাকে তত প্রেম, উড়ে আসা তোমার ওই আলগা চুলে।
ছুঁয়ে দেখি অমোঘের টানে, বারেবারে, আদিম আদরে
বেঁচে থাকে ভালোবাসা, তোমার আমার অনন্ত আবদারে।
মুঠোমাঝে এনে রাখি যখন রাতের একলা জোনাক আলো
দু'চোখের হাসিতে তখন বেঁধে রাখো আমার দুঃখ যত;
ছুটে যাই অজানা কত না ছায়াপথ, নক্ষত্রদের ভিড়ে,
তুলে আনি লুকোনো সব সুখ, দূরের সুখতারাদের বুক খুঁড়ে।-
তোমাকেই দেখি শুধু, রোজ,
কোন সে এক অনির্বার আবেশে
বুনে যাও কবিতা সারি সারি,
স্বপ্নের বুকে শব্দ সাজিয়ে
আমাদের ভালোবাসার রঙে রাঙিয়ে।
আমি চাইনি কোনো অনন্তের অমৃত;
চেয়েছিলাম কেবল তোমার সম্মতি,
ভালোবাসা-বাসি 'র।
তবু তুমি দিয়েছ নক্ষত্রসুখ
হৃদয়ে হৃদয় মিশিয়ে, উজাড় করে,
সব লজ্জা বন্ধক রেখে আমার বুকে
দু 'হাতের বন্ধনের নিবিড়ে, প্রশান্তিতে।
সৃষ্টি করেছ কত না নতুন আকাশগঙ্গা
তোমার আমার শরীরের উন্মুক্ত উত্তাপে
আমার নিঃশ্বাসে তোমার প্রশ্বাস মিলিয়ে।
সেখানেই আছে কোথাও, আমাদের সুখতারা
এ জন্মের, ও জন্মের, সব জন্ম-জন্মান্তরের।-
হারিয়ে গেছে শুকতারাটা
ভোরের আলোয় তোমার কাছে
রইছি আমি সেইখানেতে
যেইখানেতে শব্দ বাঁচে।।-
স্বপ্ন দেখতে ভালোবাসতো মেয়েটা,
উড়তে চাইতো আকাশে...
কিন্তু জানতোনা যে,
এই সব স্বপ্নই একদিন হবে ফ্যাকাশে।
আজ সে নিজের স্বপ্নের থেকে অনেক দূরে,
অন্যের স্বপ্নের কাছে বিক্রিত সে।
ঠিক যেন আকাশ ভরা সূর্য,তারা...
কিন্তু সেই তারার হাটে,সুখতারা আপন জ্যোতিহারা...
আজও সে কোনো এক জ্যোৎস্না রাতে,
আকাশ ভরা তারার মাঝে,সুখতারাকে খোঁজে,
দেখা দেবে কি সে?
নাকি লুকিয়ে থাকবে মেঘের খাঁজে,আপন লাজে?
জানতে ইচ্ছে হয়....-
সুখতারার মনেতে নেই কোন সুখ,
তবুও সে সুখী ভাবায় সবাইকে
মনেতে ব্যথা ভরা আছে যদিও
শত শত কষ্টের অসুখ,
দেখায় না সে তার মুখ,
পাছে অন্য কেউ যেন না পায় দুঃখ।
সুখের নামে রয়েছে যে তারা,
নেই সেখানে আসলে কোন আনন্দ
কেবলই কষ্ট ছাড়া,
এসেছিলো তার আনন্দে আজও যারা যারা,
সবাই গেছে একে একে চলে
করে তাকে ছন্নছাড়া,
আজ তাই সে নিজেই দেয়
সারা পৃথিবীতে তাই, ভালোবাসা পাহারা,
নেই তাতে তার কোন তাড়াহুড়া;
কষ্ট পেলেও, মন তার এখন
উষ্ণতা ও শিহরণের আদলে ভরা।।-
বহুকাল পরে দেখা হবে ফের সন্ধ্যা রাতের আকাশে,
তুমি হবে আধখানা চাঁদ, আমি শুকতারা হবো পাশে।-
দূরের আকাশে উজ্জ্বল তুমি
"সুখতারা"!
কখনো মায়া ভরা,
কখনো ছন্নছাড়া,
কখনো দিশেহারা,
যেটাই হোক এখন, আমার নেই কোন তাড়া।
আমার যে মাটির নীচের কোন কিছুতেই
নেই কোন সাড়া,
চাইনা আমি সোনা,রূপা, হীরা;
আমার চোখ যে ওই দূর আকাশে,
যেকানে আছো তুমি, হয়ে ধ্রুবতারা!!-
সুখতারা,
মন'টা হয়তো তোমার কষ্টে ভরা;
কিন্তু, তাতে কেন এত তুমি দিশেহারা?
কবিতার অক্ষরে হয়তো আমার নগ্ন ভাবনা
দিচ্ছে মনেতে সবার সাড়া,
তাই বলে, আর কতদিন নদী-আকাশ দিয়ে
দিবো আমি অব্যক্ত কথাদের পাহারা?-