MD Parvez Mosarof   (পারভেজ)
13 Followers · 95 Following

Joined 27 November 2020


Joined 27 November 2020
1 MAY 2023 AT 18:32

বেনামী নাম জড়িয়েছে মায়ায়
পর্ণমোচি রা তাই বাঁচে বসন্তের ছায়ায়

-


22 APR 2023 AT 20:14

হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি,
নয়তো গিয়েছি হেরে!
থাক না ধ্রুপদী অস্পষ্টতা,
কে কাকে গেলাম ছেড়ে।

-


25 MAR 2023 AT 4:17

বহুকাল পরে দেখা হবে ফের সন্ধ্যা রাতের আকাশে,
তুমি হবে আধখানা চাঁদ, আমি শুকতারা হবো পাশে।

-


17 MAR 2023 AT 16:46

মৃত্যুরও বলার থাকে কিছু কিছু কথা,
সহজে মরে না কারও বাক্-স্বাধীনতা।

-


13 MAR 2023 AT 20:39

দেখা হবে বন্ধু কারণে অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে।

-


9 MAR 2023 AT 14:11

নারী
ভোরে নরম নরম স্নিগ্ধতার ছোঁয়া,

নারী
দুপুরে গরম গরম ভাতের ধোঁয়া,

নারী
আঁধারে জেগে জেগে প্রতীক্ষার পূর্ণিমা,

নারী
তুমি কন্যা, তুমি ঘরণী, তুমি বোন, তুমি মা।

-


7 MAR 2023 AT 19:07

ভালোবাসার নীল সমুদ্রে কেনো আমি দেবো একা ডুব,
তুমিতো আছোই তবে হোকনা কিছু ভুল চুক..।

-


6 MAR 2023 AT 20:32

যারা কাছে আছে তারা কাছে থাক,
তারা তো পারে না জানিতে
তাহাদের চেয়ে তুমি কাছে আছ
আমার হৃদয়খানিতে।

-


4 MAR 2023 AT 21:44

দিশেহারা সে বেঁধেছি যাৱে বিপথে ছুটে সে ক্লান্ত,
আমিও তো সেই ঠিকানা হারা পথিক ও নাকি তা জানতো!

-


3 MAR 2023 AT 8:37

প্ৰিয় বাবা,

জানি তোমাকে আর দেখতে পাবো না জীবনে,
তবে তুমি চাইলেই আসতে পারো স্বপনে,

তোমাকে দেখার প্রবল ইচ্ছে আমাকে দিনরাত টুকরে টুকরে খাচ্ছে,

আসো না বাবা একটু স্বপনে,
এসে আনন্দ দিয়ে যাও এই পরানে!

-


Fetching MD Parvez Mosarof Quotes