বেনামী নাম জড়িয়েছে মায়ায়
পর্ণমোচি রা তাই বাঁচে বসন্তের ছায়ায়-
হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি,
নয়তো গিয়েছি হেরে!
থাক না ধ্রুপদী অস্পষ্টতা,
কে কাকে গেলাম ছেড়ে।-
বহুকাল পরে দেখা হবে ফের সন্ধ্যা রাতের আকাশে,
তুমি হবে আধখানা চাঁদ, আমি শুকতারা হবো পাশে।-
মৃত্যুরও বলার থাকে কিছু কিছু কথা,
সহজে মরে না কারও বাক্-স্বাধীনতা।-
দেখা হবে বন্ধু কারণে অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে।-
নারী
ভোরে নরম নরম স্নিগ্ধতার ছোঁয়া,
নারী
দুপুরে গরম গরম ভাতের ধোঁয়া,
নারী
আঁধারে জেগে জেগে প্রতীক্ষার পূর্ণিমা,
নারী
তুমি কন্যা, তুমি ঘরণী, তুমি বোন, তুমি মা।-
ভালোবাসার নীল সমুদ্রে কেনো আমি দেবো একা ডুব,
তুমিতো আছোই তবে হোকনা কিছু ভুল চুক..।-
যারা কাছে আছে তারা কাছে থাক,
তারা তো পারে না জানিতে
তাহাদের চেয়ে তুমি কাছে আছ
আমার হৃদয়খানিতে।-
দিশেহারা সে বেঁধেছি যাৱে বিপথে ছুটে সে ক্লান্ত,
আমিও তো সেই ঠিকানা হারা পথিক ও নাকি তা জানতো!-
প্ৰিয় বাবা,
জানি তোমাকে আর দেখতে পাবো না জীবনে,
তবে তুমি চাইলেই আসতে পারো স্বপনে,
তোমাকে দেখার প্রবল ইচ্ছে আমাকে দিনরাত টুকরে টুকরে খাচ্ছে,
আসো না বাবা একটু স্বপনে,
এসে আনন্দ দিয়ে যাও এই পরানে!-