সকালে রান্না,
দুপুরে খাওয়া,ছমছমে সময়
রাত্রিতে স্বামী,
আজীবন বিছানায় উঠতে ভয়।— % &-
রান্নায় হাতে খড়ি এইতো প্রথম,
হাতে নিয়ে খুন্তি রাঁধছি কেমন,
স্বাদ হয়তো হবে না তোমার মতন,
তবুও রাঁধছি আমি যেমন, তেমন,
ইলিশের পাতুরি আর সাদা ভাত,
রাধবো আমি তোমার জন্য,
ভুল করে বল না তুমি রান্না কেমন,
রাঁধতে পারব না তোমার মতন,
ভালো বেসে রাঁধতে কেনা মন চায়,
চেয়েছে মন আজকে রেঁধে খাওয়াবো তোমায়,-
তাড়াহুড়ো করে রান্না করতে গেলে রান্নাটা যেমন খারাপ হয়ে যায়..
তেমন ভালোবাসা নিয়েও তাড়াহুড়ো করলে তার ফল খুব একটা ভালো হয়না ।
খুব যত্ন করে গুছিয়ে রান্না করলে রান্না যেমন সুন্দর হয়..
ভালোবাসাকেও তেমন ধীরে ধীরে সময় নিয়ে উপভোগ করলে তাতে মনের সাথে মনের মিল আরো মধুর হয় ।।-
পাগল, তোমার সঙ্গে আমি সম্পূর্ণা হব
আমি বসে বসে খাব, তুমি করবে রান্না-
আপনি যতই Women Women করুন না কেন,যে মেয়ে ভালো রান্না করতে পারে সেই মেয়েকে কখনো অসম্মান করা উচিত নয়।রান্না জানা মেয়ে মানেই সবসময় কুইন।♥️🤘
-