অদ্ভুত এক অক্ষর দিলে বিষয় দিলে কই?
অগাধ ভেবে শব্দ খুঁজতে হয়রান যে হই।
অনুকবিতা লিখতে হবে চার লাইনে বাধা,
অনেক শুভেচ্ছা দিলাম; যে দিলে এই ধাঁধা।-
অজ্ঞানতা দূর করো মোর হে দয়াময়,
অন্ধকার ঘুচিয়ে নিয়ে চলো আলোয়।
অধম আমি এই আকিঞ্চন তব চরণে,
অমৃতধামে দিও ঠাঁই যেদিন যাবো মরণে।-
সবাই ব্যতিক্রমী হতে পারেনা,
সবার পক্ষে ব্যতিক্রমী হাওয়াটা সম্ভবও নয়,
কিন্তু যারা ব্যতিক্রমী হতে পারে,
যারা কাটিয়ে উঠতে পারে সব প্রতিকূলতার ভয়
তারাই হয়তো করতে পারে,
জীবনের ব্যতিক্রম গুলোকে অনায়েশে জয়।-
অভিমানী মন আজ দিচ্ছে পাড়ি মনখারাপীর দেশে।
অনুভুতিরা ছাই হল আজ অনুযোগের অনলে পুড়ে।
অচেনা লাগে যে আজ স্বপ্নগুলোকে অজানা সব ভয়ে,
অব্যক্তব্যথারা দলা পাকিয়ে ওঠে মনের কার্নিস বেয়ে।-
অনেক তো হলো ধর্ম ধর্ম খেলা
অল্পকিছু মানবতার খেলা খেলি,
অযুত কোটি মানুষের প্রান নিয়ে
অহেতুক কেন খেলি রক্তের হোলি !!!!-
অভুক্ত মানুষের ভীড়
অতৃপ্ত আত্মার মতো,
অনন্ত সুখ পেতে চেয়ে
অদ্ভুত আশা করে কত!-
পিতার পরিচয়,তোমার সম্পদকে প্রকাশিত করে।
মাতার পরিচয়,তোমার আবেগকে প্রকাশিত করে।
বন্ধুর পরিচয় ,তোমার চরিত্রকে প্রকাশিত করে।
শত্রুর পরিচয়,তোমার সামর্থ্যকে প্রকাশিত করে।
আর কিছু অসামান্য ব্যাক্তি এসে
ব্যতিক্রমের সূত্র প্রকাশিত করে।
-
অযথা সময় যাপন করি
অপেক্ষা শুকিয়ে যায় শুধু
অন্তরের অতলস্পর্শী তোমার রূপ
অহেতুক সাজাই নববধূ !
-