এই যে তোমরা লাগিয়েছো গাছ স্কুলের জন্মদিনে,
প্রকৃতি কে করলে সবুজ স্নিগ্ধ সরল মনে;
বুঝে কিম্বা না বুঝেই হোক করলে সবুজ যাপন,
প্রকৃতিকে করলে সবাই বুকের ভেতর আপন।
এমনি করেই প্রকৃতি কে ভালোবেসে মনে,
সচল থেকো হৃদয় থেকে সবুজ অভিযানে।-
স্বপ্ন ধূসর মন্দ সময় আমার জীবন মাপে
বসন্ত দিন শেষ প্রহরের অলস সংলাপে।
পান্ডুলিপির ছিন্ন পাতায় জীর্ণ ছায়াছবি
রঙিন ঊষার হাসির ছোঁয়ায় অস্তাচলের রবি!
যত্নে লেখা হিসেব নিকেশ গন্ডগোলে ভরা
ছায়া দেওয়ার পাতা কখন হলো শাখা হারা!
যাপন শেষে দিনের আলো আঁধার ধূসর প্রাণ,
কেমন করে গাইব বসে ভাবনা হীনের গান!-
ঝরছে আগুন আকাশের বুক থেকে
সব কিছু যেন পুড়ে পুড়ে ছাই হবে,
চাতক চেয়ে আছে আকাশের দিকে
বৃষ্টি হলেই তবে ধারাজল খাবে।-
পথ চলতে ক্লান্ত হলে পরে
তোমার কথা ভীষণ মনে পড়ে।
কোলাহল ভরা জীবন যেন সমুদ্র সফেন
বারবার খুঁজি চিরশান্তির বনলতা সেন।
তোমার কাছে যদি কখনো আসি
দেখি যেন সেই জ্যোৎস্না মাখা হাসি,
পারলে আমাকে একটু শান্তি দিও
আমার জীবনে বনলতা সেন হইও।-
দৃঢ় চিত্তে তাকিয়ে রয়েছি ব্যগ্র ব্যাকুল চোখে
নতুন প্রভাতে নবারুণ সম নতুন শুরুর দিকে।-
আর ফেরেনি যেসব উপকথা
হারিয়ে গিয়েছে ব্যস্ত জনপদে,
ব্যর্থ জীবন যেভাবে মুখ ঢাকে
জনজীবনের নির্জন কোনো খাদে।
আমাকে যদি না পাও তুমি খুঁজে
রঙ বেরঙের কাব্য নদীর তীরে,
একটি বার দেখো তুমি সেইখানে
হারিয়ে যাওয়া উপকথাদের ভীড়ে।-
শুরুর কথা বলছি তোমায়
যা গেছো তুমি ভুলে,
আমার মনের ঈশান কোণে
সব রেখেছি তুলে।-
আয় না রে ভাই আজকে সবাই
নৃত্য করি তা ধিন ধিন
ছুটিয়ে বাহার আজকে আমার
মন খরাপের জন্মদিন।
তারায় তারায় চল না হারাই
রঙ ভরে দিই আকাশটায়
দুখ সাগরে চল সাঁতরে
সুখ সাগরের প্রান্তে যাই।
সব হতাশায় ঝাড়ন লাগাই
আশার গাছে ঢাল না জল,
কান্না ভুলে হাসির ছলে
সফলতার গল্প বল।
চল না সবাই এক সুরে গাই
বাজাই সুখে খুশির বিন
ছুটছে বাহার আজকে আমার
মন খারাপের জন্মদিন।-