জন্মদিনের কবিতা
আজকের দিনটা কেবল তোর হোক,
মিঠে রোদ্দুর হেসেই আনুক ভোর।
জলফড়িং চুমু আঁকুক মেঘ-কপালে,
কোলবালিশ প্রেম মাখুক ওই দু'গালে।
চাঁদের আলো পড়ে ফেলুক সব মনের ভাষা,
মাতাল হাওয়াও বুঝতে শিখুক ওই দু'চোখের নেশা!
শিশির-ফোঁটা নালিশ শুনুক বুকের,
বোতাম গুলো আটকে থাকুক সুখের।
মেঘের ভেলায় চড়ে জোনাকি চললো তোর ঘরে,
পাখিরা সুখ আর ভালোবাসা নিয়ে যাক এক আকাশ ভরে।।
-
আজ আমাদের YÓÚR QUOTES-এর
শুভ ক্ষণের পরম লগনে সকল কবি
বন্ধুদের অসীম অফুরান ভালোবাসার
কথা অনুচ্চারিত থেকে গেলে জন্মদিনের কিছুটা সৌন্দর্য হানি ঘটবে।
তাঁরাও থাকুক সদা স্মরণে মননে -
মোরা আছি মিশে সকল কবির সনে।
হৃদয় হতে উৎসারিত সাহিত্যের কাব্য-
রস ধারার প্রতি চরণে চরণে।
পড়েছি বাঁধা এক অদৃশ্য প্রীতি ডোরে-
পরস্পরে নিয়েছি একান্ত আপন করে।
-
ভাবি অস্তিত্বটাই তোমার জন্য
তোমার সুরেই বাঁচা।
গানগুলো সব হৃদয়-বন্দি
নাড়ায় বুকের খাঁচা।।-
চার দেওয়ালের জলসাঘরে,
ভালোবাসার ঐ রাজপ্রাসাদ ও
হৃদয়ের গান দিয়ে উঠবে ভরে।
ক-ফোঁটা চোখের জলে আজ ও
গোলাপের অলি বাহার সাজায়;
দুঃখ বানায় যারে রাজার রাজা,
দরদী!সে ও তো সুখী হতে চায়।।
হয়তো তোমারি জন্য আজ,
ধন্য প্রেমিক;পাগল সে যে
সৃষ্টি এঁকে যায় শিল্পীর নাম
হৃদয়ের ঐ সূক্ষ্ম কোলাজে।।
-
আষাঢ়ের শেষ দিনে,
তোকে পাঠালাম,
বুকভরা জন্মদিনের শুভেচ্ছা।
এখনো কি মুখ লুকিয়ে কাঁদছিস,
বালিশের মাঝে?
চোখের জলও কিন্তু ফেলনা নয়,
এটা মনে রাখিস।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি,
এমন একজন মানুষ হ,
যে নিজের ও অন্যের জীবনে,
নিয়ে আসবে,
প্রচুর প্রচুর আশীষ।
শুভ জন্মদিন বন্ধু,
খুব ভালো থাকিস।
আনন্দে আলোকিত হয়ে উঠুক,
জীবনের প্রতিটি মুহূর্ত।
-