আবেগ স্রোতে হয়েছি পাগল
বোকা বলেছে লোকে
অন্ধ হয়েছি প্রেমের নেশায়
জীবন দিয়েছি সপে।
-
उस हर एक राहे थे बिखरे हुए,
जिसको मैंने बड़े प्यार से समेटा।
उस हर एक सपना है बरे नासमझ-
जिसको मैं देखना ना चाहा।
हंसी क्योंकि मुझे सबको दिखाना है।
दो कदम और चार कदम मिल गया सब कुछ
दिल को देने वाला सुकून ना मिला है ।।
-
যদি চিনি নাইবা সেদিন-
নয়ন ধারায় নেব তোমায় খুজে।
রাতের আধার হোক না যতই;
তোমার হৃদয়ের ভাষা ,
আমি ঠিক নেব বুঝি।।
-
काश खुशियों के पंख लगे होते।
तो हर दुखको बिना संकोच के
आसानी से पार कर लेते ।
अगर जिंदगी के हर राह फूलों से सजे होते
तो हर कदम जन्नत बन जाते।
-Tumpa sarkar
-
ও বন্ধু তুমি আমার,রাতের জোৎস্না।
বন্ধু তুমি আমার দুঃখের মাঝে
হাসির ঠিকানা।
সঙ্গ তুমি নাইবা পেলে আমার
অভিমানটা সরিয়ে রাখো।
তোমার আগ্রহেই তো,
কখনো-সখনো কবিতায় আনাগোনা।।
- Tumpa sarkar
-
বন্ধু তুই আমাকে ভালোবাসিস বলেই এতটা গভীরে নিস যে,তোর মনে হয় আমি ভালো নেই।
-
তুমি দুঃখ পাও কেন জানো?
কারণ তুমি ভালোবাসতে জানো।
কষ্ট তারা দেয় যাদের মনটা কঠোর।
তাদের কথা ভেবে তুমি-
নিজের ইচ্ছে গুলো বন্দী করতে পারো।
তবে স্বভাব বদলাতে পারবেনা।
-
ভালোবাসায় দেওয়া গোলাপে কাটা থাকে,
বলেই তো এটা সর্বদাই কষ্ট দেয়।
তাই দুঃখটা কে খুশির আয়না বানিয়ে নাও।
-