Wasef Ali   (ওয়াSafe)
268 Followers · 56 Following

Vagabond 👻
Joined 6 March 2018


Vagabond 👻
Joined 6 March 2018
20 MAR 2023 AT 15:35

A strong man should not be insecure sometimes,should not be possessive,should not raise question on his woman's liability...
Right,You live in 21st century where a man is not a Human,but a machine!!

-


20 MAR 2023 AT 15:29

Let your emotions flow
through the ink of your pen..

-


26 JAN 2023 AT 19:24

একসময় সব ঠিক হয়ে যায়। হ্যাঁ, এটাই আমরা শুনে আসছি। কথাটা কিছুটা তো ঠিকই। কিছুটা বলার কারণ হল সবকিছু ঠিক হয় না। আমরা কিছুটা ঠিক করতে পারি আর কিছুটা সময়ের সাথে মানিয়ে চলতে চলতে মেনে নিতে হয়। আর এটাকেই হয়তো বলে সময় সব ঠিক করে দেয়। আসলে জীবন চলমান। একটা সময় কোনো জিনিসকে খুব প্রয়োজনীয় মনে হয়,সেটা না পেলে প্রানও দিতে রাজি হয়ে যায়। কিন্তু সময়ের সাথে এটাও বুঝতে পারা যায় যে জিনিসটা অতটাও দরকারী ছিল না। আবার কোনো জিনিসকে অবহেলা করার পর বুঝতে পারি যে জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। কখনো কোনো জিনিস হারিয়ে গেলে ভেঙে পড়ি,কিন্তু কিছু সময় পরে সময়ের চাকা ঘুরলে সেই হারানো টা মনেই থাকে না।মোদ্দা কথা হল জীবনের প্রয়োজন টা বোঝা খুব দরকার। তাহলেই মোটামুটি সব ঠিক হয়ে যায়। নাহলে মুশকিল। এই চাওয়া-পাওয়া,পেয়ে হারানোর দ্বন্দ্বের মধ্যে জীবন হযবরল হয়ে যায়। আর তখনই জীবন বড়ই অসহনীয় হয়ে ওঠে। 🙏🏻

-


22 JAN 2023 AT 0:01

अच्छाई के लिये अगर झुकना पाड़े तो झुकना जरूरी है।
लेकिन उसुलों पर बात आती है तो टकराना जरुरी है!!

-


13 JAN 2023 AT 7:59

এতগুলো বছরে অনেক গুলো ধাপে একটা কমন জিনিস দেখে এসেছি,সেটা হল একজনের সাথে আর একজনের তূলনা। সেটা শিক্ষা হোক চাকরি সবক্ষেত্রেই। একটা জিনিস যেটা হয়তো মানুষ আগে বা পরে ঠিকই বুঝতে পারে যে এই জগতে সবাই আলাদা,সুতরাং সবার লড়াই আলাদা। কিন্তু না,সমাজে কিছু শ্রেণীর মানুষ এখনও আছে যারা এই সোজা কথাটা না বুঝে মা মাসি এক করে দেয়। আমাদের অনেককে প্রায়ই শুনতে হয় যে,আরে অমুক এটা করে ফেলল আর তুই পারলি না? অমুক চাকরি পেয়ে গেল আর তুই পেলি না? এটা হবে কেন? যে চাকরি পাচ্ছে তার ভাগ্য বা সময় যাই বলুন সেটা সাথ দিয়েছে তাই পেয়েছে। বাকিদের সময় সাথ দিলে তারাও পাবে। আর চাকরি না পেলেই বা কি হবে?? পৃথিবীতে রুজি রুটি উপার্জনের বহু রাস্তা আছে। তার মধ্যে একটা কাজ করলেই হলো। এই সোজা কথাটা বুঝতে শেখা খুব দরকার। তাহলে সমাজে মানুষের সংখ্যা বাড়বে। আর অনেক মানুষকে শুধু লোকে কি বলবে এই ভেবে জীবন হারাতে হবে না। #selfrealization

-


7 JAN 2023 AT 14:58

Logo ki fikar maat kar,Tu badte ja aage.
Kuch log to tere zanaze pe ake kahenge,
Ye safed rang murde par bara fike lage!!

-


4 JAN 2023 AT 0:05

Ek shayar banna chahata hu,
Tum irshaad kehede na.
Ek musafir banna chahata hu,
Tum rasta likhde na.
Chalo manjil dhundhte hai milke ek sath.
Tumi aghaj kardo iss safar ka,
Main anzaam likhdunga!!

-


3 DEC 2022 AT 23:33

এমন অনেককেই চিনি-জানি যাদের মেধা,যোগ্যতা, ইচ্ছা শক্তি কোনটাই কম নয়, কিন্তু কেন জানি জীবন তাদেরকে যেখানে নিয়ে যাওয়ার কথা,পৌঁছে দেয়ার কথা, সেখানে না নিয়ে মাঝপথে আটকে দিয়েছে।এমন অনেকেই দেখি, যার হয়তো আরো অনেক ভালো জায়গায় থাকার কথা ছিল, কিন্তু কেন জানি ভাগ্য ফিরে তাকায়নি। এমন অনেক ট্র্যাজেডির কথা শুনি, যেখানে মনে হয় বাস্তবতা নির্মম একটা কৌতুক করেছে সবচেয়ে ভালো একটা মানুষের সাথে।বন্ধুদের আড্ডায় চুপ করে বসে থাকা অনেকের উদাস চোখের ভাষায় চাপা অভিমান টের পাই। সরল অংকের মতো কৈশোর আর যৌবনের সবগুলো ধাপ সুবোধ বালকের মতো মিলিয়েও অনেকে শেষ ফলটা মেলাতে পারেনি; এখনো সেটাও দেখি প্রায়ই। ঈর্ষা দেখি, কষ্ট দেখি, জোর করে ঠোঁটের কোণে আনা হাসিও দেখি।ফল মেলাতে না পারা সবার জন্য বলছি, ফল আসোলেও খুব একটা মিলে না, মিলাতেই হবে এমন কোন কথাও নেই। আনমনে যখন তখন হাসতে পারলেই হলো!!

-


7 NOV 2022 AT 18:33

একটু বোকা হওয়া ভালো। বোকারা সুখী হয়। কারণ তারা সাতে পাঁচে থাকে না। নিজে কম বুঝলেও বেশি বুঝতে গিয়ে বিপদ ঘটায় না। বোকারা নিজে ঠকে, কিন্তু কাওকে ঠকানোর কথা ভাবে না। নিজের টা নিয়েই বেশ শান্তিতে থাকে,কারো ভালো কিছু দেখে হিংসা বা চাহিদা কোনোটাই করে না। অপরের প্রতি বিশ্বাস করতে পারে কোনো দ্বিধা ছাড়াই। কারণ তারা সবাইকে নিজের মতই ভাবে। মানুষকে সাহায্য করা থেকে আপ্যায়ন সবকিছুই করে হাসিমুখে। তাই এরা পৃথিবীর বুকে বোঝা হয়ে না থেকে পৃথিবীতে হাসি ফোটায়। তাই একটু বোকা হবেন পারলে। ভালো থাকবেন!!

-


13 JUL 2022 AT 1:24

রোজ ফিরি এক বেদুইন হয়ে,গন্তব্য সেই দিগন্ত,
কখনো পায় দেখা মরুর, কখনো ভেজায় কন্ঠ।
দেখি জীবন যে রঙের বেরঙের এক ক্যানভাস।
কখনো ছবি আঁকি ইচ্ছা গুলোর,আবার দি মুছে,
ইচ্ছা অনিচ্ছা বিলাসিতা,মনে করায় কেউ পাছে।
তবুও আশা ভোলে না,তার পিছু ডাক পায় আমি,
তাকে সাড়া দি হঠাৎই,মন চায় এবার একটু থামি।
কিন্তু থেমে যাওয়া তো লক্ষ্য নয়,পাড়ি দিতে হবে।
পার হবো প্রান্তর,কখনো জয় করতে হবে সাগর,
নয়তো অধরাই রবে মনে আঁকা সেই ছবির নগর।
আমি বেদুইন,যাযাবর,নয় ঘরকুনো শান্ত বালক।
আমি নিশাচর,আঁধারের দীপ,পৃথিবীর অগোচর,
মায়ার রাজ্যের প্রাসাদ ভাঙি,আঘাত হানি সজোর।
বিলীন হবো দিগন্তে যেদিন,থাকবে না গ্লানির লেশ,
বেঁচেছি জীবনভর,নেই আফসোস,সবকিছুই হয় শেষ।









-


Fetching Wasef Ali Quotes