vishal das   (Vishi)
91 Followers · 27 Following

read more
Joined 16 January 2020


read more
Joined 16 January 2020
11 NOV 2022 AT 14:01

Me(👦)to my fav person(👧):- 🏹🏹 Brute force attack & Dictionary attack ..

Fav person(👧) to me(👦):- Salting technique 😒😒

-


24 SEP 2022 AT 1:19

তাহাকে উপেক্ষা করিবার ব্যার্থ প্রচেষ্টা আমার অপেক্ষার হাতছানি দেয় ।।

-


31 DEC 2021 AT 1:20

আবার যদি তুই ফিরে আসিস-
তোর আকাশের সাতরঙা রামধনুর উপমা হবো।
আবার যদি তুই ফিরে আসিস-
তোর হাজার বারণ অমান্য করে তোকে বসন্তের রঙে রাঙিয়ে দেবো।
আবার যদি তুই ফিরে আসিস-
তোর বুকে আতরের গন্ধ পাবো ।
আবার যদি তুই ফিরে আসিস-
তোর আকস্মিক অসুস্থতায় কপালে চুমু দিয়ে বলবো পাশে আছি,পাশে থাকবো।
আবার যদি তুই ফিরে আসিস-
তোর শাড়ির কুচির প্রতিটা ভাঁজে ভাঁজে প্রেম রচনা করবো।।♥️

-


9 DEC 2021 AT 15:49

akhir sapno ko jeena unko aata hai jisko har mushkil mein manzil nazar aata hai♥️♥️.....

-


6 NOV 2021 AT 12:47

~শুভ ভাতৃদ্বিতীয়া~

দিদি/বোন, আজ তুই যখন পরম স্নেহে বলে উঠবি -"ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।" তুই হয়তো অনুমান করতে পারবি না তখন আমার মনের দশা কি হবে, আনন্দ ও উৎফুল্লতায় আমার সর্বশরীরে শিহরণ জেগে উঠবে, তোর দুচোখ ছেয়ে যাবে পরম মায়া ও মমতায়।।
দিদি/বোন, তুই যখন আমাকে ঘী চন্দনের ফোঁটা দিতে ব্যাস্ত হয়ে যাবি আমি তোর মধ্যে খুঁজে পাবো মায়ের মমতার প্রতিচ্ছবি। সর্বশেষে আমার মাথায় তোর আশীর্বাদের ছোঁয়া, সেই ছোঁয়ায় থাকবে হাজারো স্নেহ, হাজারো ভালোবাসা।।

-


4 NOV 2021 AT 1:47

হে মা মূণ্ডমালিনী,ত্রিশূলধারীনি, চতুর্ভুজা কালী কপালিনী ,
বাজা তোর প্রলয় বিষাণ!উত্থিত কর ধ্বংস নিশান,বিকশিত হ পুনর্বার ;
তোকে যে করতে হবে ইকবালের মত মানুষরূপী অসুরদের সংহার।।

-


12 OCT 2021 AT 15:35

ষষ্ঠী থেকে দশমী পূজোর এই পাঁচদিন আমার সাদাকালো শহরটা জমজমাট হয়ে ওঠে। মণ্ডপে মণ্ডপে ঢাকি দের কম্পিটিশন জানান দেয় আগমনীর শারদ বার্তা । পূজো মণ্ডপে যেমন আছে আলোক সজ্জা ,তেমনি আছে চেতনা যা আমাদের মনের আসুরিক প্রবৃত্তিকে নষ্ট করে উদার হতে সাহায্য করে। ঢাকের তালের ধুনুচি নাচে মেলবন্ধন হয় পুরাতনের সাথে নতুন জেনারেশনের। কিন্তূ দেখতে দেখতেই চলে আসে মায়ের বিদায় রজনীর, যা আমাদের শিখিয়ে দেয় যে সুখ, দুঃখ, উত্থান-পতন সবই ক্ষণস্থায়ী। আসলে আমাদের অন্তর আত্মার অস্তিত্বই হলো আসল অস্তিত্ব,যা শুধু দীর্ঘমেয়াদি নয় অবিনশ্বরও বটে। মা দুর্গার আবাহনে আমাদের অন্তরের শুভ চেতনা হোক চিরস্থায়ী এবং দৃঢ় ,কারন চেতনা স্বরূপিনী মা যে আছেন আমাদের অন্তরে অন্তরে শিরায় শিরায়।।

-


6 OCT 2021 AT 3:17

Mahalaya

-


21 SEP 2021 AT 22:38

যখন বাকস্বাধীনতার চড়ুই পাখি উড়ে চলে যায়,,
তখন পৃথিবীটাকে যেনো রঙহীন মনে হয় ।।

-


13 AUG 2021 AT 21:57

শৈশব থেকে কৈশোর হয়ে যৌবন আসে,
যৌবন থেকে আবার প্রেম আসে -
কিন্তূ সেই প্রেম কোনো কারণে ব্যর্থ হলে
তার আকাঙ্খা সারাজীবন থেকেই যায়।

-


Fetching vishal das Quotes