Ushasi Chakraborty  
42 Followers 0 Following

Joined 30 May 2017


Joined 30 May 2017
13 JUN 2024 AT 3:40

ভালোবাসার জন্য ভালো বাসা ছেড়ে দিতে রাজি।

-


7 MAY 2023 AT 0:36

জন্মদিন

আরও এক ধাপ মৃত্যুর কাছে পৌঁছোলাম।

-


7 MAY 2022 AT 10:54

জন্মদিন..
জন্মের থেকে মৃত্যুর দিকে এগোলাম আরও একটা বছর..

-


14 APR 2022 AT 18:59

Love Is A Habit.
The Habit Ends,
You Die.

- Cobalt Blue

-


9 FEB 2022 AT 14:09

সম্পর্কের‌ মিষ্টতা বৃদ্ধি পাক,
চকলেট ডে আজ মানাই যাক।।

Happy Chocolate Day!

-


8 FEB 2022 AT 13:44

ইগো, লজ্জা, ভয় এর আজ ছুটি থাক,
ভালোবাসি কথাটা আজ বলাই যাক।।

Happy Propose Day!

-


7 FEB 2022 AT 13:14

গোলাপ দিয়ে আজ আগলে রাখো,
কাঁটা ফুটিয়ো অন্য দিন।

Happy Rose Day

-


2 FEB 2022 AT 16:36

Ami Saraswati Pujo te ki korbo?
.
.
.
.
.
.
.
Protibar er moto Saraswati Pujo korbo.

Bangalir Valentine's Day amar jonno na..

-


29 JAN 2022 AT 19:41

একটা করে জন্মদিন পেরোচ্ছে,
আর‌ মৃত্যুদিন এগোচ্ছে।।

-


16 JAN 2022 AT 19:54

Positive Day- 11

নির্বাসন

খুব ক্লান্ত। শরীরের ক্লান্তির সাথে পাল্লা দিয়ে বেড়েছে মনের ক্লান্তি। আজকাল বিছানার সাথে মিশে যাচ্ছি রোজ। নরতে ইচ্ছে করেনা, পাশ ফিরতে ইচ্ছে করেনা। মাথা রাখবার জন্য একমাত্র আমার বহু পুরোনো মাথার বালিশটা এগিয়ে আসে, না আছে কারও কাঁধ, না আছে কারও কোল। গায়ের চাদরটা ছাড়া আর কেউ জড়িয়ে রাখবার নেই। জড়িয়ে ধরতে ইচ্ছে করলেই এগিয়ে আসে আমার কোল বালিশ। বাইরের পৃথিবী থেকে আমাকে আগলে রাখে, একমাত্র আমার ঘড়ের চার দেওয়াল। আমার কথা শোনবার জন্য অপেক্ষা করে ঘড়ে থাকা একটা বুদ্ধ মুর্তি। আমার সাথে কথা বলে আমার ঘড়ের ফ্যান। আমাকে কখনও কখনও ঘুম পাড়ানি গান শোনায় কিছু মশা আর মাছি। আমি অন্ধকারে তলিয়ে গেলেও, একমাত্র ঘড়ের বাল্বের আলোটা জ্বলে উঠে বোঝায় আমি এখনও বেঁচে। রাত থেকে সকাল হওয়ার খবর পৌঁছে দেয় জানলার বাইরে বসা কিছু পাখির আওয়াজ। এই ভাবেই নির্বাসনে দিন কাটছে। নির্বাসনে আমায় কারা পাঠালো মনে রাখিনা আর, ভেবেই নিয়েছি এই নির্বাসন আমার নিজের জন্য।

-


Fetching Ushasi Chakraborty Quotes