20 JUL 2017 AT 11:19

জীবন বড়ই অদ্ভুত।
কেউ তাকে যাপন করার
রসদ খুঁজে মরছে।
কেউ খুঁজছে উদযাপনের অজুহাত।

- উর্বশী