বসন্ত সেই কবেই গেছে খোয়া,
আদুর গায়ে ঘুরছে ছেলে পথে।
নাবিক খোঁজে পলাশরঙা হাওয়া,
ব্রিগেড ভাসে কৃষ্ণচূড়া রথে।-
রোজ এসে কড়া নাড়ে দরজায়,
আমি ঠোঁট ওল্টাই কখনো,
কখনো জড়িয়ে পড়ি তরজায়।
ভাবি আর ভাঙবো না ভাতঘুম,
ভুলে যাবো আরব্য কড়চা,
আঙুল তবুও কথা বুনে নেয়,
বেড়ে চলে সংসার খরচা।-
বাংলা মিডিয়াম স্কুলে পড়াশুনোর মান নেই,
বাংলা অনার্স পড়ার কোনো ভবিষ্যত নেই,
ইন্টারভিউতে বাংলায় কথা বললে নম্বরও নেই।
শুধু ফিবছর একুশে ফেব্রুয়ারি আসে যেই,
মাতৃভাষা দিবস পালনে পথে নামতে হবেই,
"আ মরি বাংলা ভাষা" ধন্য তাতেই।-
ভালোবাসায় বাঁধন নেই।
যেখানে বাঁধন আছে,
সেখানে ভালোবাসা নেই।
ভালোবাসায় কারণ নেই।
যেখানে কারণ আছে,
সেখানে ভালোবাসা নেই।
ভালোবাসায় সংশয় নেই।
যেখানে সংশয় আছে,
সেখানে ভালোবাসা নেই।
ভালোবাসায় সঞ্চয়ও নেই।
আর যেখানে সঞ্চয়ের ভাবনা আছে,
সেখানে ভালোবাসা নেই।-
অতএব একাত্তর বছর পরেও সে যথার্থ স্বাধীনতা পায়নি।
কারণ সে কেবল নিজে স্বাধীনতা পেতে চায়, দিতে চায় না কাউকেই।-
উৎসবে আর
উৎকণ্ঠায়ও
হাতে হাত ধরা থাক।
এই পৃথিবীর
শেষ দিন তক্
বন্ধুরা বেঁচে থাক।-
ভালোলাগা পরিযায়ী পাখি,
হাওয়া বদলেই যায় উড়ে।
ভালোবাসা মুখ্যু বাবুই,
খড়-কুটো বাসা থাকে জুড়ে।
-
চড়াই ভেঙেছে যারা বহু ক্রোশ,
চাতক চাউনি ছিল নির্দোষ,
চূড়ায় পৌঁছে তারা ভাবে আজ-
চাকরির দাম বোঝে বেলা বোস?
-
কিশোর কবি,
দেখতে পাচ্ছো তুমি?
খাবারের প্লেট জুড়ে সাজানো ভাগাড়,
এ বিশ্বকে নবজাতকের মৃত্যুযোগ্য করে যাচ্ছি আমি।
-
অলিন্দে ঘর বাঁধে পাপ,
শোণিতে লোভের হামাগুড়ি।
অবয়বে বিষাক্ত ছাপ,
কবেই তো গেছে চাঁদ চুরি।-