তৃষ্ণার্ত এ মনের সাহারা,
খরা নামে রোজ...
বর্ষা আসে নিয়ম করেই–
শুধু আমার শহরে নিখোঁজ।-
ঠিকানা:- মর্ত্যধাম
★ #mquotesbyunknown
★ #squotesbyunknown
★ #অর্থবিহীন_লেখা... read more
“দশদিন তো তিনি ছিলেন সাথে,
তবু কেন এ বিষাদ?“
– “সাময়িক সুখে বিলাসী মন
পায় না সুখের স্বাদ।”-
এই কটাদিন সবার মনে খুশির ফোয়ারা,
ক্লান্তি ভুলে সবাই উৎসবে মাতোয়ারা।-
দুর্গাপূজার শুভদিন এই মহা অষ্টমীতে
আজ আমি নিবেদিতপ্রাণ তোমার অঞ্জলিতে।-
এক বৎসর ক্লান্তি শেষে নব উল্লাস ঘরে ঘরে,
লক্ষ লক্ষ বাঙালি আজ উন্মত্ত উমার তরে।-
সংক্ষিপ্ত ২০২২
অতিমারী ছাড়ি কাটে যখন একুশ সালের দুঃখ,
এই বৎসরে বিশ্ব-ব্যাপী রাজনীতিটাই মুখ্য।
বুজিল অক্ষি ইংল্যান্ডেশ্বরী এলিজাবেথ দ্বিতীয়া–
দীর্ঘকালের সে মুখের হাসি যাইল চির মিলিয়া।
জাপানাধিবাসী ছিল হৃষ্ট যে শাসকের প্রভাবে,
জুলাইতে তিনি ছাড়েন দেহ – প্রয়াত শিনজো আবে।
এ বৎসরের দশম মাসেতে ব্রিটেনের প্রধানমন্ত্রী
রূপে ঘটিল ঋষি সুনকের চূড়ান্ত দায়িত্বপ্রাপ্তি।
শতকাণ্ড থাকলেও এ বৎসর ফুটবলে উল্লেখযোগ্য,
কাতারের স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ নিতান্ত উপভোগ্য।
গতবারের ক্রোয়েশিয়া-ফ্রান্সের উপরে তুলে নিজের শোধ
স্বর্ণট্রফিতে করল চুম্বন লক্ষাধিক অনুরাগীদের ‘গোট’।
ডিসেম্বরের শেষাংশেতে দুঃসংবাদে ক্ষুব্ধ ফ্যান
বিরাশি-স্পর্শী ফুটবল-রাজার বিশ্ব হতে অন্তর্ধান।
সেই তারিখের সহিত যখন ঘটিল একের যোগ,
রাষ্ট্রখ্যাত সম্মানীয় প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগ।
উচ্ছ্বাসে কিবা মনোশোকে মাখা বহু ঘটনা পরপর...
তিনশো চৌষট্টি অতিক্রান্ত – আজ একত্রিশে ডিসেম্বর।।-
আবার দেখা হবে কখন? যুদ্ধ শেষ হলে।
যুদ্ধ শেষ হবে কখন? আবার দেখা হলে।-