31 MAY 2019 AT 18:58

পিট্টু খেলা'র বিকেল গুলোয়
মাথায় কাজের ভিড়।
অফিস পাড়ায় ব্যাগটা কাঁধে
হাঁসফাঁসে অস্থির।
গোমড়া মুখের ভূগোল যখন
খোঁজে খেলার সাথী।
মাউস কিংবা বাজার হাতে
আনছে কাজে গতি।
কুমির ডাঙ্গা খেলা এখন
পয়সা দিয়ে কেনা
পটল ডাঙ্গার টেনিদা কেও
চিনছে হাতে গোনা।।


©উজ্জ্বল

- ©উজ্জ্বল