অবন্তিকার পাতা থেকে
উজ্জ্বল দাস
হিসেব মেলাতে গিয়ে শুধু গরমিল
আমার আকাশে আজ তুমি নেই
ছায়াপথে এক ঝাঁক-
শঙ্খচিল।
মুটে- ঝাঁকা- ফেরিওলা- ভাড়া বাড়ি
কাঁসার বাসন ছিল যত
একই ভাবে আজও অক্ষত -
আড়াআড়ি।
মাঝে মাঝে রোদ ওঠে বটে
রোদ্দুর এঁকে যায় আলো
অনেকদিনের কিছু ছেঁড়া খাতা
ওরা আছে একই ভাবে-
ভালো।-
আনাচে কানাচে কোণে কোণে
উজ্জ্বল দাস
ভুলে গেলে বেশি করে মনে পড়ে আরও
দূরে গেলে তত কাছে আসি।
মনেহয় অজান্তে যেন
ঘটে গেছে ভালোবাসাবাসি।
এভাবেই মাঝে মাঝে যদি মনে আসি
এভাবেই যদি থাকে মনে,
মনে রেখো ভালোলাগা আছে
আনাচে কানাচে কোণে কোণে।
-
নীল হয়ে গেছে বিষ গিলে গিলে
শিরাগুলো গেছে ছিঁড়ে,
ভাঁজ করা নদী একা বয়ে গেছে
বালিশের নীচে- ধীরে।
স্লোগানে মিছিলে মিলিয়েছি গলা
ক্ষতবিক্ষত পা'য়ে-
চশমার কাঁচ মোটা হয়ে গেছে-
আঁচড় লাগেনি গা'য়ে।
-
উলঙ্গ তাজমহল
উজ্জ্বল দাস
উলঙ্গ এক তাজমহলের ভগ্ন প্রাচীর তোরণদ্বার
সমাজ ডুবে দুঃশাসনে স্পষ্ট ছবি নগ্নতার।
জ্বলবে আলো কাশের মেঘে পেঁজা তুলো থাকবে চেয়ে
আর কিছু তো চাইনি'রে মা, দে'ফিরিয়ে ঘরের মেয়ে।
-
ভুলে যাবে না কেউ
উজ্জ্বল দাস
ভুলে যাব না বলেই পুজোর কাউন্টডাউন করিনি
ভুলে যাব না বলেই এবার পথ ছেড়ে কেউ নড়িনি।
ভুলে গেলে'তো জাতির মৃত্যু ইতিহাস জুড়ে বিষ
কথা রাখবেই, বাংলা- বাঙালি দুহাজার চব্বিশ।-
তিলোত্তমার ভাঁজ
উজ্জ্বল দাস
শাসক ব্যাটা দায় ঝেড়েছে টিপছে গলার নলি
পার পাবি না জনস্রোতে খুঁজতে হবে গলি।
গোয়েল ব্যাটা গোয়াল ঘরে দুধের বাটি ধোয়
কুনাল ব্যাটা জেলের ভেতর লুঙ্গি খুলে শোয়।
কার কত কী জমিজমা চাইনি কিছুর খোঁজ
দে'গুটিয়ে চামড়াগুলো টেংরি করি ভোজ।
তিরিশ দিনে বুঝবি এবার ঝাঁঝের ওপর ঝাঁঝ
শাসক তোমার কপাল জুড়ে একি !
তিলোত্তমার ভাঁজ !-
জ্বলন্ত এক লাভার সাথে মিশে
তোর যা কিছু ইচ্ছে আমায় দি'স।
আকাশ ভেঙে বৃষ্টি যদি নামে-
দুজনে'তে ভিজবো অহর্নিশ।
ইচ্ছে হবে? বাঁধন হারা হতে?
দিগ্বিদিকের কল্লোলিনী কেঁপে
অধর জুড়ে উঠবে যখন ঢেউ,
ভাসিয়ে নেবে স্রোতের পরে স্রোত
গোনার জন্য?
থাকবে না তো কেউ।
-
বসন্তে আজ ফাগুন আগুন
লাল পলাশের ডালে।
শিমুল কেন চুপ করে যায়
রোদ ছুঁয়ে যায় গালে।
তুমি বললে বসন্ত
আমি শুনলাম লাল-
তুমি বললে ফুটুক পলাশ
আমি বললাম কাল।-
-আপনার কী ওমিক্রন না ডেল্টা?
-আহা ওমিক্রন, বড্ড সুন্দর নাম।
-তাহলে কোনটা নিলেন?
-ওই, ওমিক্রন।
ভালো থাকুন সুস্থ থাকুন।
নিজের কথা না ভবলেও,
আপনি ভালো থাকলে যারা ভালো থাকে অন্তত তাদের কথা ভাবুন।
তাই নিয়ম মেনেই না হয় চলুন।-
শহর জুড়ে উন্মাদনা কেক কফিতেই ঘামছে।
কেউ কাঁপা হাতে খোঁজে মুঠো ভাত পারদ যখন নামছে।-