समुंदर देखा, जो आंखों में विशाल लगता हैं,
लेकिन कुछ जीवन हैं जो उससे ज्यादा विशाल हैं।-
তুমি আমার তৃপ্তি, তুমি আমার প্রীতি
তুমি আমার নির্জন মূহুর্তের অভিমানিনি,
মনে হয় তুমি শতজন্মের চিরপরিচিতা প্রিয়তমা
থেকে থেকে তুমি আমার আত্মার অসংখ্য হারিয়ে যাওয়া,
তুমি শস্যক্ষেতে ফলে থাকা অমৃত শস্যকণা
তুমি অতল থেকে তুলে আনা খাঁটি খনিজ সোনা,
তুমি স্তরে স্তরে স্পন্দন তোলা আমার জীবনের দম
তুমি আমার শিহরি কাঁপানো চিন্তা, শোক দুঃখ কম।
-
প্রতি মুহূর্তের পল্লবরাশি
পায় বিশাল শান্তি।
মুগ্ধ দৃষ্টি বুকে কি বাজায় জানি
বাজে তুমি তো তুমি, কি সুন্দর তুমি।
-
I do not possess a soul but it is the soul who possessed me and give me smile for life.
-
When my pen alone becomes eligible to please the fancy of my readers. The pen must do the more they want. The writing words must be faithful and natural.
-
We feed our body several times a day but we don't take care of our starve mind. Feed it also and pull down all the discomfort within it.
-
মন খারাপই আমার ভালো লাগে
ভিতরে বিষজ্বালা আরও ভালো লাগে,
যন্ত্রণাই তো কবিতা লেখে
মৃতের উপর সৌধ নির্মাণ করে,
এই দিয়েই সৃষ্টি করি, আকাশ লিখি
যদি আকাশ লিখি, হাসি থাক একটুখানি।
যার যত যন্ত্রণা, তার ধু ধু করা অতি গভীর উন্মনা
সেই মর্মর পবনে তার তত বেশি কল্পনা, তত রচনা,
যার যত আধার, ভিতরটা কে জানে তার
ছায়াতে থাকে আপনার মাঝে, সুখ কোথায় তার।-
তারা হৃদয়ের দেওয়ালে আজও রয়েছে গাঁথা
কেউ থাকে না, রয়ে যায় শুধু গভীর বেদনা।
স্মৃতি কাঁদায়, জড়ায় , বার বার আসে যায়,
আমরা সবাই আছি তার ঐ পুতুল পুতুল খেলায়।-