ujjal kumar baisya  
1.1k Followers · 9 Following

read more
Joined 10 July 2020


read more
Joined 10 July 2020
3 MAY AT 10:53

It's late night
So many desires arise in my mind,
Darkness tells, I'm at your front
All the curiosities and answers aren't beyond,
Remember, happy the man he is
Who never feel me bad, please,
Expense few hours
The darkest hours,
Build a monument of knowledge
If you eager to need.

-


3 MAY AT 10:21

যারা ভালোবেসেছিলে, আমার সুখে ছিলে
তারা সকলে থেকো,
যারা আমায় ব্যাথা দিয়েছিলে, দুঃখে ছিলে
তারাও রয়ে যেও,
জ্বলুক স্মৃতি, রাত্রিভর প্রদীপের মত জ্বলুক
জীবনের শেষদিন পর্যন্ত সেও তো এক সুখ,
ফেলে আসা স্মৃতি সে যে দামী গহনা
জীবন যে পথেই যাক, কখনো হারায় না,
চোখ সত্য, সব দেখে, সব বোঝে
স্মৃতি কেনো তাকে বারে বারে ফিরিয়ে আনে?



-


2 MAY AT 22:09

Time is like a river which never stops. When nature shuts one's presence from life then there's no way to go against this. Just obey the rules and laws of powerful infinte nature and don't think any more of that person.

-


2 MAY AT 21:50

সকালকে আমরা সবাই বলি দিনের সেরা
আকাশকে মিঠে আলোয় মনে হয় ফাটা নরম শিমুল তুলা,
খুব জানি কবির সাথে কবিতার মনে মনে কত সুদীর্ঘ কথা
প্রতিটা দিনই নতুন হোক, বাদ যাক মোদের সকল অশ্রু, ব্যাথা।

-


29 APR AT 18:16

Night is known as a root of power, beginning of wisdom. He who loves darkness as his home and spends several nights is certainly eligible to make poetry or any creativity according to his talent. So it's the opportunity to look the world with the eyes of night to view over the phantasmagoria where million pieces of dark particles stands for beginning of innumerable creativities.

-


29 APR AT 17:20

কবিতা আর ছন্দ
হৃদয়কে করে মুগ্ধ আবিষ্ট,
গান আর সুর
নিয়ে চলে মেঘ রাজ্যে অনেকদূর,
উপন্যাস আর ছোট গল্প
একেকটি ইঁট গেঁথে তৈরি, কখনো দীর্ঘ বিস্তীর্ণ,
নাটক আর সিনেমা
আঘাত প্রতিঘাত শেষে পূরণ প্রত্যাশা,
যা মস্তিষ্কের মধ্যে স্পন্দিত, কলমে ঝঙ্কৃত
তাইতো লেখা, তাইতো সত্য, কলম চায়না কারও অনুগ্রহ।

-


28 APR AT 22:46

সূর্য দেব দেখছি রেগে একদম আগুন
তাই উট কিনে মাথা উঁচু করে ঘুরুন।

-


28 APR AT 22:39

I think when something negativity grows absurd then music is a good inspiration. This is the food of heart. It cools down the heart and the whole internal frame of the body.
The second thing is meditation which rises the degree of mind strength and uncovered the positive energy.

-


24 APR AT 22:00

প্রকৃত শিক্ষিত ও জ্ঞানী
কখনও তর্কে যায়না বেশি,
যার যত কম যোগ্যতা
তার তত খোঁচা মেরে কথা বলার দক্ষতা,
ইদানিং বেড়েই চলেছে মুখে নোংরা ভাষার অসভ্যতা
ফলে নর্দমার জলে মুখ থুবড়ে পড়েছে আমাদের শিক্ষা,
সাফল্য, ভবিষ্যত চোখের জল মুছে বোবা
চড়ায় আটকে যাওয়া নৌকাতো আর চলতে পারে না,
শূন্যের শূন্যতায় সময় গিয়েছে ডুবে
ইতিহাসও বুঝি একদিন তার তারিখ ভুলে যাবে।

-


24 APR AT 18:34

One who loves life and understand the utility of togetherness is certainly has a large heart. Just watch and see the dimensions of a pond and ocean and think their strength. When I'm not sure you're not sure then the target can be attained only by it.

-


Fetching ujjal kumar baisya Quotes