Army is an organisation or school where discipline, obedience, bravery become there habit. They couldn't disobey any traffic rules because they are most perfect. So they never be treated and undervalued like a criminal.
-
Organization without policy,
Society without justice,
Business without return,
And the government without development bring misfortunes.
We find that in any age of the history.
-
আমাকে যতটা দিয়েছো দম
আমি লড়বো ঠিক ততক্ষণ,
আরও যদি পারো ভরে দিতে
পারবো লড়াইটা ঠিক জিততে।-
Our new generation is getting old early from their childhood. Actually they need outdoor games not a mobile phone.
আমাদের নতুন প্রজন্মের দ্রুত বার্ধক্য চলে আসছে শৈশব থেকেই। প্রকৃতপক্ষে তাদের বাইরে খেলাধুলা দরকার মোবাইল ফোন নয়।
--
উৎসে যদি জন্ম হয় তবে মোহনায় আমাদের শেষ
কত ছোটাছুটি, শেষে নেই দম, বেলাশেষে এটাও বেশ,
তবু আমি এখনোও বুঝিনা সময় আর মনের শাসনপ্রণালী
পারিনা বশ করতে মনের যাতায়াত, বুঝি কান্না হাসি আর স্ফূর্তি।
ধরো ওদিকে তুমি আছো দিব্যি হেসে খেলে সুখে
তখন এদিকে তোমায় ভেবে ভেবে আমার বুক যায় প্রায় নিভে,
আমার মন ভেসে ভেসে আসে যায় যেথা যেথা
ইচ্ছে করে ভালবাসি তাদের, গান গাই সেথা সেথা।-
Do you know what was the beginning
I don't know, I don't know but I'm asking,
Sometimes time is rudely forced, crying
Sometimes time makes us happy, smiling.
Crying of the baby shows, there's devil
Eventing uncertainty, despair and paralysis of our will,
I have question, is time has a circular shape
Like our life birth and death?
Life is like wet clothes spread on the roof, it's my feelings.
Completing inner power like wet clothes, it's not breathing.-
পূর্ণ মানে যদি ধরি আনন্দ আর জীবন
অপূর্ণ মানে তাহলে নিরাশা আর মরণ,
আমাদের ব্যথা বেদনা আনন্দ, এই নিয়ে জীবন
ঋতুর আনাগোনা, রোদ আর আকাশ, বৃষ্টি যেমন।
-
Nowadays conversation on peace among nations and the reality is a well set clock. War with threats of nuclear weapons and human blood are the most powerful practice which eventing the innocent people helpless. I do not know when time will eat all these poisonous pathogens?
-
যারা সবার হৃদয়ের কথাকার
উপন্যাস গল্প লেখে চমৎকার,
তাদের চিনেও চিনবে না কেউ
তাদের নিজেদেরই যে রয়েছে অশ্রুর ঢেউ।
সমাজের দীনতা হীনতা ক্রুরতা
পটু হাতে সুতো বোনার মত লিখেছে তারা,
আমরা তাদের কতটুকু জানি কতটুকু চিনি
তারা হাত কচলে কচলে কথা বলেনি, কাউকে ভয় পায়নি।-
Nowadays cruelty is cheapest
Kindness becomes worth,
Words of love is problem
Where will go human?
Feelings and print of smile is rare
We become alone and acute observer,
A day or the time or an hour
Say, "It's okay", pass it on, it's also air.-